E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় গ্রেফতার আতংকে বিএনপি

২০১৫ ফেব্রুয়ারি ২৮ ১৭:২২:৪৮
বগুড়ায় গ্রেফতার আতংকে বিএনপি

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় মিছিল মিটিং এর নামে ভাংচুরকে কেন্দ্র করে আইনশঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে মামলা ও গ্রেফতার অভিযান। আর গ্রেফতার আতংকে পালিয়ে বেড়াচ্ছে বগুড়ার বিএনপির নেতাকর্মীরা। চলমান বিএনপি জোটের হরতাল অবরোধের সমর্থনে মিছিল মিটিং করলেও পিকেটিং বা অন্য কোন তৎপরতা নেই বললেই চলে। দলীয় নেতাকর্মীরাও কর্মসুচিতে তেমন উপস্থিত হচ্ছেনা।
আওয়ামীলীগ সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে ৫২ দিন টানা অবরোধ চলছে। এরই মধ্যে কয়েক দফা কেন্দ্রীয়ভাবে এবং জেলা কমিটির কর্মসূচি অনুযায়ী হরতাল পালিত হয়েছে। কর্মসূচির শুরুর দিকে শহরসহ বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশে জেলা নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকতেন। তবে সাম্প্রতিক সময়ে কর্মসুচির সমর্থনে সংক্ষিপ্ত মিছিল হলেও জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া উল্লেখ্যযোগ্য নেতাকর্মীদের দেখা পাওয়া যায়না। অধিকাংশ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা রয়েছে এছাড়া গ্রেফতার আতংকে অনেক নেতাকর্মী গা ঢাকা দিয়েছে।

বগুড়ার জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ায় নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে ৬৪ টি মামলা করেছে। এসব মামলায় এজাহার নামীয় আসামী করা হয়েছে ২ হাজার ৫৯ জনকে এবং গ্রেফতার করা হয়েছে ৭৫৭ জন নেতাকর্মীকে। গত ৬ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এসব নেতাকর্মিকে গ্রেফতার করা হয়। এসব মামলায় বিএনপিসহ জামায়াত শিবিরের নেতাকর্মীরা আসামী রয়েছে। জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা পর্যায়ের নেতাকর্মীর নামে একাধিক মামলা ঝুলছে। এছাড়া শ্রমিকদল, সদর থানা বিএনপির সভাপতির বিরুদ্ধেও মামলা রয়েছে। এসব মামলা এবং গ্রেফতার এড়াতে দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারছেনা নেতাকর্মীরা
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম জানান, শুধু মামলা নয় দলের ক্লিন ইমেজের নেতাকর্মীদের বাসভবনে পুলিশি তল্লাশিসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি রয়েছে। একারনে অনেক নেতাকর্মী দলীয় কর্মসূচিতে অংশগ্রহন করছেন না। গ্রেফতার এড়াতে মামলার ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে দলের শীর্ষনেতাদের।
বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম জানান, ভাংচুর ও নাশকতা কর্মকান্ডের ঘটনায় বিএনপি এবং জামায়াত-শিবিরের বিরুদ্ধে ৬৪ টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ৭৫৭ জন নেতাকর্মীকে। নাশকতা রোধে ইতোমধ্যেই জেলার ২৫টি এলাকায় সমাবেশ করে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
(এএসবি/পিবি/ফেব্রুয়ারি ২৮,২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test