E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

২০১৫ মার্চ ০১ ২০:২৯:১৩
নড়াইলে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রবিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলার উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক আব্দুল গাফফার খান।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আমিনুল হক, নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ জাকির হোসেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ প্রমুখ।


৩৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের উদ্যোগে এবং নড়াইল জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ মেলা চলবে আগামী ৩ মার্চ পর্যন্তু। ৩ দিনব্যাপী ও মেলার কর্মসূচির মধ্যে রয়েছে ক্ষুদে বিজ্ঞানিদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন, বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, প্রকল্প মুল্যায়ন, সেমিনার, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠিান। মেলায় শিক্ষা প্রতিষ্ঠান সহ ২০ স্টল বসেছে।

জীবন যাত্রার মান উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়ন পক্রিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জ্ঞানদান, উদ্ভাবনমূলক কাজে শিশু, কিশোর ও তরুনদের মধ্যে আগ্রহ সৃষ্টি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

(ওএস/এটিআর/মার্চ ০১, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test