E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারের ভারতীয় চকলেট বোমা উদ্ধার

২০১৫ মার্চ ০২ ১৫:৫৯:১০
মৌলভীবাজারের ভারতীয় চকলেট বোমা উদ্ধার

বড়লেখা(মৌলভীবাজার ) প্রতিনিধি :  মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলার কোঁনাগাও গ্রাম থেকে রবিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল  দেড় হাজারের ও বেশী ভারতীয় চকলেট বোমা উদ্ধার করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতি রবিবার রাত নয়টার দিকে বিজির একটি টহল দল জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী কোঁনাগাও গ্রামে যায়। বিজিবি টহলের খবর পেয়ে চোরাকারবারীরা বাঁশঝাড়ের ঝোপে দুইটি প্লাষ্টিক বস্তা ফেলে পালিয়ে যায়। পরে এসব বস্তা থেকে এক হাজার পাঁচশত চুরাশিটি ভারতীয় ‘চকলেট বোমা’ উদ্ধার করা হয়। সূত্র জানায়, অবরোধ ও হরতালে আাতঙ্ক সৃষ্টির জন্য চোরাকারবারীরা ভারত থেকে এসব চকলেট বোমা আনতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
বিজিবির ৫২ ব্যাটেলিয়ানের ফুলতলার ক্যাম্পের কমান্ডার শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধারকৃত চকলেট বোমা সোমবার স্থানীয় বটুলী স্থল বন্দরের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহিৃত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(এলএস/পিবি/মার্চ ০২,২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test