E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকে আগুন,আটক ১০

২০১৫ মার্চ ০২ ১৬:৩৭:১৭
বগুড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকে আগুন,আটক ১০

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় হরতাল ও অবেরাধ সমর্থকরা ৩টি যানবাহনে আগুন দিয়েছে। সোমবার ভোরে বগুড়া নওগাঁ সড়কের এরুলিয়ায় মাছ বোঝাই একটি পিকআপ ভ্যানে এবং চাতালের সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকে আগুন দেয়। এছাড়া বগুড়া শহরের বনানী মোড়ে রবিবার রাত সাড়ে ৮টার সময় হরতাল সমর্থকরা একটি বাসে পেট্রোলবোমা হামলা করে। এতে বাসের পিছনের অংশ আগুনে পুড়ে যায়। কেউ হতাহত হয়নি। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিভিয়ে ফেলে। জেলায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ১০জনকে গ্রেফতার করেছে।

জানা যায়, রবিবার রাত সাড়ে ৮টার সময় টিআর ট্রাভেলস নামের একটি যাত্রিবাহী বাস বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে যাত্রি নামিয়ে দেয়। পরে বাসটি নওগাঁমুখি রওনা হলে শহরের বনানীমোড় পার হওয়ার পর অবরোধ সমর্থকরা বাসের পিছনে পেট্রোল বোমা হামলা করে। যাত্রী ও চালক হেলপার দ্রুত বাসথেকে নেমে যায়। এদেিক আজ সোমবার ভোরে বগুড়া শহরের এরুলিয়ায় মাছ বোঝাই একটি পিকআপ ভ্যানে হরতাল ও অবরোধ সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে। চালক গাড়ীটি স্লো করলে অবরোধ সমর্থকরা আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এসময় একইএলাকার একটি চাতালের সামেনে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ও ফায়রার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। এছাড়া সোমবার সকালে দুর্বৃত্তরা বগুড়া পৌরসভা ও জেলা রেজিস্ট্রি অফিসের সামেনর রাস্তায় ২/৩টি ককটেল বিস্ফারণ ঘটিয়ে পালিয়ে যায়। পৃথক এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
বগুড়া সদর থানার ওসি আবুল বাশার জানান, সংবাদপাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, জেলায় বিশেষ অভিযান ও ভাংচুর নাশকতার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
(এএসবি/পিবি/মার্চ ০২,২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test