E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পাহাড়ের নয়নাভিরাম সৌন্দর্য’কে কাজে লাগিয়ে বৈচিত্র আনা হবে পর্যটনশিল্পে : পর্যটন মন্ত্রী

২০১৪ মে ১০ ২০:৩৭:৩২
পাহাড়ের নয়নাভিরাম সৌন্দর্য’কে কাজে লাগিয়ে বৈচিত্র আনা হবে পর্যটনশিল্পে : পর্যটন মন্ত্রী

বান্দরবান প্রতিনিধি : বেসমারিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পাহাড়ের প্রাকৃতিক নয়নাভিরাম সৌন্দর্য’কে কাজে লাগিয়ে আরো নতুন বৈচিত্র আনা হবে পর্যটন শিল্পে। পর্যটন স্পট মেঘলা, নীলাচল’সহ আরো কয়েকটি পর্যটন স্পটে ক্যাবলকার নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। স্পটগুলোর সম্ভাবনা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। পর্যটকদের আকৃষ্ট করতে নতুন স্থাপনা তৈরীসহ পর্যটন স্পটগুলোতে পর্যটকদের জন্য আরো সুযোগ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। শনিবার বিকালে বান্দরবানে জেলা প্রশাসন পরিচালিত মেঘলা পর্যটন স্পট পরিদর্শনকালে বেসমারিক বিমান ও পর্যটন মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেছেন। এসময় অন্যান্যদের মধ্যে পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো: মাকসুদুল হাসান খান, জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, জেলা প্রশাসনের ডেপুটি নেজারত শামীম হাসান’সহ পর্যটন মন্ত্রণালয় ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো বলেন, সরকারী-বেসরকারী ভাবে গড়ে উঠা পর্যটন স্পটগুলোর বাইরে ছড়িয়েছিটিয়ে থাকা সম্ভাবনাময় স্থানগুলো চিহ্নিত করে নতুন নতুন পর্যটন স্পট তৈরি করা হবে। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য গুলোকে দেশী-বিদেশী মানুষের মাঝে তুলে ধরার জন্য পর্যটন মন্ত্রনালয় কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতায়ও পর্যটকরা যাতে পর্যটন স্পটগুলোতে নিরাপদে ভ্রমন করতে পারেন সেজন্য বিকল্প কিছু করার চিন্তা-ভাবনাও চলছে। পর্যটন শিল্পে বিনিয়োগ অনেকবেশি লাভজনক, বেসরকারীভাবে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন মন্ত্রী।


এনডিসি শামীম হাসান জানান, দুদিনের সফরে বেসমারিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বান্দরবান এসেছেন। সফরকালে মন্ত্রী পর্যটন স্পট মেঘলা, নীলাচল, শৈল প্রপাত এবং স্বর্ণ মন্দির পরিদর্শন করেন। সন্ধ্যায় মন্ত্রী “পর্যটন শিল্পের সম্ভাবনা” বিষয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সুধীসমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীদের সঙ্গে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে একটি মতবিনিময় সভায় অংশ নেন।

(এএফবি/পি/মে ১০,২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test