E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় ধর্ষণ ও হত্যা মামলায় দুই যুবকের মৃত্যুদণ্ড

২০১৫ মার্চ ০২ ১৬:৪৪:৩৭
বগুড়ায় ধর্ষণ ও হত্যা মামলায় দুই যুবকের মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় এক শিশু কন্যাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দুই যুবকের মৃত্যুদন্ডের রায় প্রদান করেছে আদালত।  সোমবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। 

দন্ড প্রাপ্তরা হলো বগুড়া শহরের নিশিন্দারা মন্ডলপাড়ার আব্দুস সবুরের ছেলে মোহাম্মদ বিদ্যুৎ (২৬) ও জিল্লাল হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৫)।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৩ মার্চ বগুড়ার নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে যায় বিদ্যালয় সংলগ্ন পাড়ার খোরশেদ আলমের মেয়ে খুশি। এরপর ওইদিন দুপুরের পরও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সন্ধান শুরু করে। সন্ধ্যায় নিশিন্দারা মন্ডলপাড়ার একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার হয়। এই ঘটনায় তার বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকালে উল্লিখিত দুই জনের সম্পৃক্ততা পায় পুলিশ। একই বছরের ৩০ মে বগুড়া সদর থানার তৎকালীন এসআই ফুয়াদ আহম্মেদ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার আদালত এই রায় ঘোষণা করেন।
মামলায় বাদী (রাষ্ট্র) পক্ষের আইনজীবী ছিলেন মন্তেজার রহমান মন্টু এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল বারী আকন্দ ও জিল্লুর হক।
(এ্সবি/পিবি/মার্চ ০২,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test