E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় জমি নিয়ে বিরোধ, নিহত ১

২০১৫ মার্চ ০৩ ১৪:৩৩:৫৬
বগুড়ায় জমি নিয়ে বিরোধ, নিহত ১

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় আমরুল ইউনিয়নের রামপুর গ্রামে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে বাবলু মিয়া (৪২)। আহত হয়েছে নিহত বাবলুর ছোট ভাই পলাশ। এসময় আহত হয়েছে মিন্টু।

আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছে। শাজাহানপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে একই হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত বাবলু উপজেলার রামপুর গ্রামের মৃত ভুলু মিয়ার পুত্র।
জানা যায়, শাজাহানপুর উপজেলার রামপুর গ্রামের মেহেদুলের সাথে একই এলাকার মনছুর রহমানের জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে তাদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। বাক বিতন্ডা দেখার জন্য বাবলু মিয়া গ্রামের লোকজনের সাথে ঘটনাস্থলে যায়। উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাতাহাতির এক পর্যায়ে ছুরিকাহত হয়ে বাবলু ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বাবলুর ভাই পলাশ এগিয়ে এলে সেও ছুরিকাঘাতে আহত হন। ঘটনার পরপরই এলাকাবাসী মিন্টু (২৩) নামের এক যুবককে আটক করে গণধোলাই দেয়। স্থানীয়রা পলাশ ও মিন্টুকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।
বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, লাশ উদ্বার করে মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ অবস্থান করছে।
(এএসবি/পিবি/মার্চ ০৩,২০১৫)


পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test