E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে গণপূর্ত বিভাগে দেড়শ কোটি টাকার উন্নয়ন

২০১৫ মার্চ ০৩ ১৬:১৭:২৩
মাদারীপুরে গণপূর্ত বিভাগে দেড়শ কোটি টাকার উন্নয়ন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর গণপূর্ত বিভাগের প্রায় দেড়শ কোটি টাকার বিভিন্ন উন্নয়ণমূলক কাজ চলছে। এসব কাজের ফলে মাদারীপুর জেলায় ব্যাপক উন্নয়ণ ঘটবে। সেই সাথে কাজের মান গুণগত হওয়ায় মাদারীপুরবাসী সন্তোষ প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুর গণপূর্ত বিভাগের আওতাধীন মাদারীপুর জেলার শিবচর ফায়ার ষ্টেশন নির্মাণ, মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়ায় পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খাসের হাটে পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ, মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসনে পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ, মাদারীপুর জেলার শিবচর হাইওয়ে আউট পোস্ট নির্মাণ, মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধ কমপ্লেক্স নির্মাণ, মাদারীপুর জেলা হাসপাতাল ১০০ শর্য্যা থেকে ২৫০ শর্য্যা উন্নয়ণ করণ কাজ, মাদারীপুর জেলা কারাগার নির্মাণ কাজ, মাদারীপুর জেলা দৃষ্টি প্রতিবন্ধী হোস্টেল নির্মাণ কাজ, মাদারীপুর জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজ, মাদারীপুর জেলার রাজৈর থানা ভবন নির্মাণ কাজ, মাদারীপুর জেলার কালকিনি থানা ভবন নির্মাণ কাজ, মাদারীপুর জেলার ডাসার থানা ভবন নির্মাণ প্রকল্প, মাদারীপুর জেলা পুলিশ লাইনের বিদ্যমান ৩০০ জন ফোর্সের ব্যারাক ভবনের ৪র্থ তলা নির্মাণ প্রকল্প, মাদারীপুর জেলা পুলিশ লাইনের মহিলা ফোর্সের ব্যারাক ভবন নির্মাণ প্রকল্প, মাদারীপুর জেলা আনসার ও ভিডিপি সদর দপ্তর নিমার্ণ কাজ, বার্ষিক ক্রয় পরিকল্পনা কাজগুলো চলমান। এসব কাজের জন্য বরাদ্দ প্রায় ১৪০ কোটি টাকা।
এছাড়া বর্তমান সরকারের অগ্রাধিকার কাজের আওতাভূক্ত ১০টি বদ্ধভূমি, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোট ভবন, পুলিশ সুপারের কার্যালয়, সরকারী বহুতল অফিস ভবন, পাসপোর্ট অফিস ভবন, আরো নতুন তিনটি পুলিশ তদন্তকেন্দ্র, জজদের বাসভবন নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিভিন্ন প্রকল্প ঘুরে দেখা গেছে, ৩১ কোটি ৭২ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে মাদারীপুর জেলা কারাগারের নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে জেলা কারাগারের আরসিসি সীমানা প্রাচীর, পেরিমিটার ও ডি-ওয়াল এর কাজ শেষ হয়েছে। এছাড়াও মাটি ভরাটের কাজও শতকরা আশি ভাগ অগ্রগতি হয়েছে।
তাছাড়া অন্যান্য অংশের মধ্যে প্রিজনর্স ওয়ার্কসেড এর নটিফিকেশন অফ এ্যায়ার্ড (নোয়া) প্রদান করা হয়েছে। মহিলা কয়েদী ব্যারাক (সাজাপ্রাপ্ত ও বিচারাধীন), কিশোর কয়েদী ব্যারাক, ওয়াডার্স ব্যারাক, আসামী সেল এর নটিফিকেশন অফ এ্যায়ার্ড (নোয়া) প্রদানের প্রক্রিয়া চলছে।
এছাড়াও সাজাপ্রাপ্ত কয়েদী ব্যারাক, বিচারাধীন কয়েদী ব্যারাক (পুরুষ) এর পূর্ববর্তী ঠিকাদারের সাথে চুক্তি বাতিল করে পুণঃরায় টেকনিক্যাল ইভালুয়েশন কমিটি (টেক) শেষ হয়েছে। বর্তমানে নটিফিকেশন অফ এ্যায়ার্ড (নোয়া) প্রদানের প্রক্রিয়া চলছে।
আরো অন্যান্য উন্নয়ণ কাজের অগ্রগতি সম্পর্কে জানা গেছে, মাদারীপুর জেলার শিবচর ফায়ার ষ্টেশন নির্মাণ এর ভৌত অগ্রগতি শতকরা আটানব্বই ভাগ। এছাড়া ফিনিসিং ও বহিঃস্থ কাজ সমূহ শেষ।
মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়ায় পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ এর ভৌত অগ্রগতি শতকরা সত্তর ভাগ। তাছাড়া এর ফিনিসিং কাজ চলছে।
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খাসের হাটে পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ এর ভৌত অগ্রগতি শতকরা চল্লিশ ভাগ। ব্রিক ওর্য়াক এর কাজ চলছে।
মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসনে পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণের জন্য ঠিকাদারকে নটিফিকেশন অফ এ্যায়ার্ড (নোয়া) প্রদান করা হয়েছে।
মাদারীপুর জেলার শিবচর হাইওয়ে আউট পোস্ট নির্মাণের ভৌত অগ্রগতি শতভাগ। এখন শুধু হস্তান্তরের অপেক্ষায়।
মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধ কমপ্লেক্স নির্মাণ এর ভৌত অগ্রগতি শতকরা নিরানব্বই ভাগ। প্রত্যাশী সংস্থা কর্তৃক ব্যবহৃত হচ্ছে।
মাদারীপুর জেলা দৃষ্টি প্রতিবন্ধী হোস্টেল নির্মাণ এর ভৌত অগ্রগতি শতকরা পচাশি ভাগ। ফিনিসিং কাজ চলছে।
মাদারীপুর জেলার রাজৈর থানা ভবন নির্মাণ এর নটিফিকেশন অফ এ্যায়ার্ড (নোয়া) প্রদান করা হয়েছে। কাজের প্রস্তুুতি চলছে।
মাদারীপুর জেলার কালকিনি থানা ভবন নির্মাণ এর ভৌত অগ্রগতি শতকরা পাচ ভাগ। পাইল ড্রাইভিং চলছে।
মাদারীপুর জেলার ডাসার থানা ভবন নির্মাণ প্রকল্প এর টেস্ট পাইল এর উপর লোড টেস্ট শেষ। এখন পাইল কাষ্টিং শুরু হবে।
মাদারীপুর জেলা পুলিশ লাইনের বিদ্যমান ৩০০ জন ফোর্সের ব্যারাক ভবনের ৪র্থ তলা নির্মাণ প্রকল্প এর ৪র্থ তলার কলাম কাষ্টিং এর কাজ চলছে।
মাদারীপুর জেলা পুলিশ লাইনের মহিলা ফোর্সের ব্যারাক ভবন নির্মাণ প্রকল্প এর টেকনিক্যাল অপেনিং কমিটি (টক) সম্পূর্ণ হয়েছে। টেকনিক্যাল ইভালুয়েশন কমিটি (টেক) এর কার্যক্রম চলছে।
মাদারীপুর জেলা আনসার ও ভিডিপি সদর দপ্তর নিমার্ণ এর ব্যাটালিয়ান হেড কোয়াটার ও রান্নাঘরের নটিফিকেশন অফ এ্যায়ার্ড (নোয়া) প্রদানের কার্যক্রম চলছে।
বার্ষিক ক্রয় পরিকল্পনার অন্তর্ভূক্ত কাজগুলো প্রত্যাশী বিভাগের চাহিদা মোতাবেক মেরামত কাজ চলছে।
৩২ কোটি টাকা ব্যয়ে মাদারীপুর জেলা হাসপাতাল ১০০ শর্য্যা থেকে ২৫০ শর্য্যা উন্নয়ণ করণ কাজটি দ্রুত গতিতে চলছে। ইতিমধ্যে প্রথম তলার ছাদের সাটার্রিং চলছে। এই হাসপাতালের কাজটি মাদারীপুর বাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের কাজ শেষ হলে মাদারীপুর এর চিকিৎসা সেবার মান বেড়ে যাবে। রোগীদের ভোগান্তির শিকার হতে হবেনা।
২৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে মাদারীপুর জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এর মেইন বিল্ডিং ভৌত অগ্রগতি শতকরা চল্লিশ ভাগ। মূল ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাই এর সাটার্রিং চলছে। ডরমিটরী বিল্ডিং এর ভৌত অগ্রগতি শতকরা সতের ভাগ। ডরমিটরী ভবনের পাইল ড্রাইভ সম্পন্ন। বর্তমানে লে আউট এর কাজ চলছে।
প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল কোয়ার্টার এর ভৌত অগ্রগতি শতকরা সতের ভাগ। নিচ তলার কলাম কাষ্টিং শেষ হয়েছে। এতে মাদারীপুরবাসী কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে এবং নিজের কর্মক্ষেত্র নিজেই তৈরী করে নিতে পারবে।
এই কাজগুলো মাদারীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল এর তত্ত্বাবধানে স্বচ্ছ ও গতিশীলভাবে সম্পূর্ণ হচ্ছে।
মাদারীপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রিজাউল করিম বলেন, নির্বাহী প্রকৌশলীর বলিষ্ঠ ভুমিকায় উন্নয়ন প্রকল্পের কাজগুলো দ্রুততার সাথে সঠিকভাবে সম্পূর্ণ হচ্ছে। বিগত বছরের তুলনায় বর্তমানে উন্নয়ন প্রকল্পের সংখ্যা অনেক বেশি। এই কাজগুলো শেষ হলে মাদারীপুরবাসী একটি উন্নত জেলা দেখতে পাবে।
এ ব্যাপারে মাদারীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল বলেন, এই উন্নয়ণ কাজগুলে গতিশীল করার জন্য এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠুভাবে শেষ করতে চেষ্টা করছে। সেই সাথে আমার সকল কর্মকর্তা-কর্মচারীগণ সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।
এ ব্যাপারে মাদারীপুরবাসী মনে করেন, এই কাজগুলো শেষ হলে গণপূর্ত বিভাগ মাদারীপুরের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। সেই সাথে বর্তমান সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

(এএ/পিবি/মার্চ ০৩,২০১৫)


পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test