E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চলনবিলের জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে সিংড়ায় মতবিনিময়

২০১৫ মার্চ ০৩ ১৭:২৯:২৩
চলনবিলের জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে সিংড়ায় মতবিনিময়

নাটোর প্রতিনিধি : চলনবিলের জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে মতবিনিময় সভা করেছে উত্তরবঙ্গের ৪৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)। সোমবার নাটোরের সিংড়ায় পাখির অভয়ারণ্য এলাকা হিসেবে পরিচিত আগপাড়া শেরকোল গ্রামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের আহ্বায়ক ও সাবেক যুগ্মসচিব নাজমুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম, সাবেক যুগ্ম সচিব ড. শাহজাহান কবীর, সাবেক যুগ্ম সচিব ও বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান, বিলহালতী ত্রিমোহনী কলেজের অধ্যক্ষ মকছেদ আলী, অধ্যাপক আখতারুজ্জামান, মহসিন আলম, সাংবাদিক সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, আগপাড়া শেরকোল একতা সংঘের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্রী অনুকুল কুমার মজুমদার প্রমূখ। বক্তারা বলেন,‘উন্নয়নকে টেকসই করতে চলনবিলের অসংখ্য খাল ও নদী রয়েছে। এসব খাল ও নদী পুনঃখনন করে সংরক্ষণের উদ্যোগ,নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে এ অঞ্চলের নারী-পুরুষ ও যুবকদের ঐক্যবদ্ধ করার তাগিদ দেন।

(এমআর/এএস/মার্চ ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test