E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার প্রর্দশন

২০১৫ মার্চ ০৩ ১৯:১০:০০
গৌরীপুরে ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার প্রর্দশন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের উদ্যোগে মঙ্গলবার সৃজনশীল মেধা অন্বেষণ উপলক্ষে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা দূর-রে-শাহওয়াজ। বিজ্ঞান মেলায় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী ক্ষুদে বিজ্ঞানী জান্নাতুল মাওয়া জাহিনের বন্যার পূর্ভাবাস, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখার ছাত্রী স্বর্ণা সাহার দরিদ্র মানুষের জন্য সৌর শক্তির সোলার হিটার দেখতে উপচে পড়ে তরুণ-তরুণীরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গফরগাঁও সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান তালুকদার, প্রভাষক অভিজিৎ সরকার তপু, একাডেমিক সুপারভাইজার সূদন কুমার বিশ্বাস, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক সরকার, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো শাহজাহান, বালিজুরীর প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ তালুকদার, শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মো. আতাউর রহমান খান পাঠান, শ্যামগঞ্জের মো. মিজানুর রহমান, যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, সহকারি শিক্ষক মাসুদ রানা প্রমুখ। একই দিনে ৬ষ্ট শ্রেণিতে দ্বাদশ শ্রেণির ৩টি গ্রুপে ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিযোগিতায় ৩শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

(এসআইএম/এএস/মার্চ ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test