E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় পেট্রোল বোমায় ট্রাক চালক ও হেলপার দগ্ধ

২০১৫ মার্চ ০৪ ১৪:৪৫:১৫
কুমিল্লায় পেট্রোল বোমায় ট্রাক চালক ও হেলপার দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার দেবীদ্বারে চলন্ত ট্রাকে দুষ্কৃতিকারীদের পেট্রোল বোমা হামলায় ট্রাক মালিক-চালক, হেলপারসহ ২ব্যক্তি মারাত্মক দগ্ধ হয়েছেন। তাদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ইউছুফপুর এলাকায় কুমিল্লা থেকে সিলেট গামী ওই ট্রাকে দুষ্কৃতিকারীদের পেট্রোল বোমা হামলায় ট্রাকটি পুড়ে গিয়ে ওই আহতের ঘটনা ঘটে। মারাত্মক অগ্নিদগ্ধ ট্রাকের হেলপার জজ মিয়া (৪০)’র শরীরের ৬০% পুড়ে গেছে বলে কর্তব্যরত চিকিৎসক মো. জাকির হোসেন জানান।

অপর অগ্নিদগ্ধ ট্রাক চালক ও মালিক মনির হোসেন’র প্রায় ১০% পুড়ে গেছে। মহাসড়ক পুলিশের মিরপুর পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) আবু জাহের জানান, মারাত্মক অগ্নিদগ্ধ জজ মিয়ার অবস্থা আশঙ্কাজনক, সে ব্রাহ্মণবাড়িয়া জেলার মজলিশপুর ইউনিয়নের মইন গ্রামের সোনা মিয়ার পুত্র এবং ট্রাক চালক ও ট্রামের মালিক মনির একই জেলার বাড়িউড়া গ্রামের আবু তাহেরের পুত্র।

এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, রাত ৭টা ৫০মিনিটে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার ও মুরাদনগর সীমান্তে দুস্কৃতিকারীরা পেট্রোল বোমা হামলা চালালে ট্রাকের চালক ও হেলপার দু’জনই মারাত্মক দগ্ধ হন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

(একেএইচ/এএস/মার্চ ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test