E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে ট্রাকে পেট্রোলবোমা, ড্রাইভার-হেলপারসহ ও ২১টি গরু দগ্ধ

২০১৫ মার্চ ০৪ ১৪:৪৬:৫১
ঈশ্বরদীতে ট্রাকে পেট্রোলবোমা, ড্রাইভার-হেলপারসহ ও ২১টি গরু দগ্ধ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : লাগাতার হরতাল ও অবরোধের ৫৬তম দিনে ঈশ্বরদীতে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আই কে রোডের ছলিমপুর কলেজের সামনে একটি গরু ভর্তি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়।

এ সময় ট্রাকের ড্রাইভার লিয়াকত (৫০) ও গেহলপার স্বপন (৩৫) ছাড়াও ট্রাকের ২১টি গরু অগ্নিদগ্ধ হয়। আহতদের বাড়ি কুষ্টিয়া জেলার ফিলিপনগর ও দৌলতপুরে। ট্রাকটি কুষ্টিয়ার মথুরাপুর থেকে ট্রাক বোঝাই করে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। আহতদের ঈশ্বরদী হাসপাতালে নেয়া হয়েছে। এ সংবাদ লেখার সময় শিমূলতলা এলাকায় জামায়াতের এক কর্মীকে আটক করে জনতা মারধর করে রাস্তায় ফেলে রাখে। এই জামায়াত কর্মীর নাম মোয়াজ্জে হোসেন বলে জানা গেছে। তার বাড়ি ঈশ্বরদীর চরমিরকারী এলাকার হেদায়েত পাড়া গ্রামে বলে জানা যায়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ সার্বিক ও তদন্ত ঘটনাস্থলে এখনও অবস্থান করছেন এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে।

(এসকেকে/এএস/মার্চ ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test