E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গুরুদাসপুরে নারী সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

২০১৫ মার্চ ০৪ ১৫:৩৪:৩৪
গুরুদাসপুরে নারী সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের আয়োজনে দুই দিনব্যাপি নারী উন্নয়ন ফোরাম সদস্যদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতার সভাপতিত্বে উপজেলার ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নারী প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আরো সক্রিয়, দক্ষ ও ক্ষমতায়ন করার লক্ষ্যে গত মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপি অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে উপজেলার একটি পৌরসভার ৩জন মহিলা কাউন্সিলর ছাড়াও ছয়টি ইউনিয়নের ১৮জন মহিলা ইউপি সদস্য সহ ২২জন মহিলা জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন রাজশাহীর স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ আমিনুল ইসলাম, নাটোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সরোয়ার বারী, গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইয়াসমিন আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ দিলারা খাতুন। অনুষ্ঠানে সমাপনী শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক আত্হার হোসেন। উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) স্থানীয় সরকার বিভাগ ওই প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করেন।

(এমআর/পিবি/মার্চ ০৪,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test