E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় কেবল অপারেটরের ঘর থেকে পেট্রোল বোমা উদ্ধার, গ্রেফতার ২

২০১৫ মার্চ ০৪ ১৮:০৬:৫৮
নওগাঁয় কেবল অপারেটরের ঘর থেকে পেট্রোল বোমা উদ্ধার, গ্রেফতার ২

নওগাঁ প্রতিনিধি : শান্তির জেলা খ্যাত উত্তরের নওগাঁ বড় ধরনের নাশকতার হাত থেকে রক্ষা পেল। বিএনপি-জামায়াত শহরে বড় ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা সফল করতে গোপন বৈঠক চালানোর সময়ই পুলিশ সেখানে হানা দেয়। ফলে তাদের নাশকতার পরিকল্পনা প্রাথমিকভাবে ভেস্তে যায়।

মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে নওগাঁ শহরের পার-নওগাঁ মরছুল্লা বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসায় ডিস কেবল অপারেটর জাহিদুল আলম জেমির অফিস ঘরে চলছিল নাশকতার গোপন বৈঠক। এমন খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা পালিয়ে গেলেও ঘরের ভাড়াটে ডিস ব্যবসায়ী জাহিদুল আলম জেমি (৩৮) ও তার কর্মচারী নৃপেন চন্দ্র দাস (৩৫)সহ ৬ জনকে আটক করা হয়। ওই ঘরে তল্লাশী চালিয়ে ২৮টি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ। এখবর ছড়িয়ে পড়লে গোটা শহর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানার পুলিশ মঙ্গলবার রাত ১০ টার দিকে সেখানে অভিযান চালায়। আটককৃতদেরসহ উদ্ধারকৃত পেট্রোল বোমা গুলো রাত ১১টার দিকে মডেল থানায় নিয়ে যাওয়া হয়। আটক ৬ জনকে জিঞ্জাসাবাদের পর জাহিদুল আলম জেমি ও নৃপেন চন্দ্র দাসকে গ্রেফতার দেখিয়ে অপর চার জনকে ছেড়ে দেয়া হয়। বুধবার দুপুরে জেমি ও নৃপেনকে ৭ দিনের করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের অপর একটি সূত্র নাম প্রকাশ না করার সূত্রে জানায়, জেমি ছাত্রজীবনে রাজশাহীতে শিবিরের রাজনীতিতে সম্পৃক্ত ছিল। নওগাঁতে এসেও সে শিবিরের সঙ্গে জড়িত ছিল। পরে ডিস ব্যবসা চালানোর জন্য এলাকার বিএনপি নেতা জাহিদুল ইসলাম ধলুর হাত ধরে বিএপির রাজনীতিতে জড়িয়ে পড়ে। এ ব্যাপারে নওগাঁ মডেল থানার এসআই রাশেদুল ইসলাম বাদী হয়ে থানায় নাশকতার প্রস্তুতি সংক্রান্ত একটি মামলা রেকর্ড করেন।

এদিকে এই বিষয়টি ধামাচাপা দিতে দলীয় নেতা-কর্মী ছাড়াও পুলিশের কতিপয় অসাধু কর্মকর্তা, কয়েক নামধারী মিডিয়াকর্মী, এমনকি কয়েক আওয়ামীলীগ নামধারী ব্যক্তিদের রাত থেকেই দৌড়-ঝাঁপ ছিল লক্ষনীয়। তবে পুলিশের কেউ কেউ বিষয়টি নরমাল করার কাজে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে বলেও শহরে কথা উঠেছে।

(বিএম/এএস/মার্চ ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test