E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় ২০ জনের বিরুদ্ধে মামলা

২০১৫ মার্চ ০৪ ১৮:৪০:২২
বগুড়ায় ২০ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামী করে শেরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। বগুড়ার শেরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। 

পুলিশ এ মামলায় শহরের ৩নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আল-আমিনকে গ্রেফতার করেছে। এদিকে আগুন দেওয়ায় ঘটনায় আজ বুধবার সকালে স্থানীয় বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান কমিটির উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, সিএইচসিপি এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও মুক্তিযোদ্ধার সন্তান আফাজ উদ্দিন লিটন, রাশেদুল হক প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদে নাশকতাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

বগুড়ার শেরপুর থানার ওসি আলী আহম্মেদ হাশমী জানান, মামলা দায়েরে হয়েছে। ‘সন্দেহভাজনদের চিহ্নিত করে আসামীদের গ্রেফতারের চেষ্টায় পুলিশ তৎপর রয়েছেন।’

উল্লেখ্য শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেছনে মুক্তিযোদ্ধা সংসদে মঙ্গলবার ভোররাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় এতে কার্যালয়ের সকল আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হয়।

(এএসবি/এএস/মার্চ ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test