E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হার্ডিঞ্জ ব্রিজের শতবর্ষ পূর্তি উৎসবে জনতার ঢল

২০১৫ মার্চ ০৪ ১৮:৫৭:১৬
হার্ডিঞ্জ ব্রিজের শতবর্ষ পূর্তি উৎসবে জনতার ঢল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : সরকারি উদ্যোগ ও রেল কর্তৃপক্ষের সহযোগিতা ছাড়াই ঐতিহাসিক হার্ডিঞ্জ সেতুর শতবর্ষ পূর্তি উৎসব স্থানীয় নাগরিকদের উৎসাহ-উদ্দিপনায় বর্ণঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। চির যৌবনা এই সেতুর শতবর্ষ পূর্তি উৎসবে এলাকার জনগণের সরব উপস্থিতিতে ব্রিজের পাদদেশ আজ বুধবার মিলন মেলায় পরিণত হয়।

জাতীয় পতাকা উত্তোলন, শত বেলুন উত্তোলন, কেক কাটা ও মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। উদ্যাপন পরিষদের আহব্বায়ক অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আজিজুর রহমান শরীফ, প্রবীণ শ্রমিক নেতা কমরেড জসীম উদ্দিন মন্ডল, অধ্যাপক মোহাম্মদ হাবিুল্লাহ, অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, শ্রমিক নেতা কে এম রশীদুল্লাহ, উপজেলার ভাইস চেয়ারম্যান মাহজেবীন শিরিণ পিয়া, অধ্যাপক হাসানুজ্জামান, অফিসার ইনচার্জ বিমান কুমার দাস, যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমূখ। বক্তব্যেও মাঝে মাঝে অনুষ্ঠিত হয় নাচ ও গান। বক্তারা বলেন, এশিয়ার অন্যতম বৃহত্তম এবং বাংলাদেশের গর্ব আমাদের হার্ডিঞ্জ সেতু শতবর্ষে পা রাখতে যাচ্ছে, তা স্মরণীয় করে রাখার দায়বদ্ধতা এদেশের সকল নাগরিকের। রেল কর্তৃপক্ষ এ দায়বদ্ধতা এড়িয়ে গেলেও স্থানীয় জনগনের অংশগ্রহন প্রমাণ করেছে হার্ডিঞ্জ ব্রিজ এলাকাবাসী তথা দেশের মানুষের কাছে কতোটা গুরুত্বপূর্ণ।

এসময় নাগরিক মঞ্চ ঈশ্বরদীর পক্ষ হতে পাকশীকে পর্যটন নগরী হিসেবে ঘোষণার জন্য সরকারের নিকট দাবী জানানো হয়। উদীচী শিল্পী গোষ্ঠি, খেলাঘর ও স্পন্দন নামের একটি সংগঠনের সম্মিলিত এই আয়োজনে এই অনুষ্ঠান এলাকাবাসীর হৃদয়কে সঞ্চারিত করেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত অনুষ্ঠান চলছে।

(এসকেকে/এএস/মার্চ ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test