E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় শিক্ষার্থীদের আন্দোলন

২০১৫ মার্চ ০৪ ২১:১১:৪৭
নওগাঁয় শিক্ষার্থীদের আন্দোলন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সুপারিনটেনডেন্ট খন্দকার দীন মোহাম্মদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্ণীতি এনে ক্লাসবর্জন করে আন্দোলনের ডাক দিয়েছেন ১৫৮ জন শিক্ষার্থীরা।

বুধবার সকাল ৯টা থেকে ক্লাস বর্জন করে মাঠে বিক্ষোভ মিছিল করে এবং সুপারিনটেনডেন্ট এর পদত্যাগের দাবি জানানো হয়। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য ক্লাসবর্জন করা হবে বলে জানান শিক্ষার্থীরা।

ট্রেনিংরত শিক্ষার্থীদের পোশাক, থালা-বাটি, আইডি কার্ড, বৈদ্যতিক বাল্ব, পত্রিকার খরচ সরকারি ভাবে দেয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের দেয়া হয়নি। বরং উল্টো শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাত দেখিয়ে টাকা নেয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীরা নিজের থেকে চাঁদা তুলে টেলিভিশন কিনেছেন।

জেলার মান্দা উপজেলার ছুটিপুর ব্রজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ইসমাঈল হোসেন লিখিত বক্তব্য বলেন, শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ, সংস্থাপন কাজের সঠিক ব্যবহার, সামাজিক কাজের জন্য অমানুষিক অত্যাচার, মহিলা শিক্ষিকার সাথে কাজের মেয়ের মত আচরণ করা হয়, যা শিক্ষক সমাজের জন্য শোভনীয় নয়, তাঁর অদূরদর্শিতার জন্য হোস্টেল ম্যানেজোরকে লাঞ্চিত করা হয়। এছাড়া বিধি মোতাবেক ছুটি চাইলে ছুটি দেয়া যাবে না অসামাজিক ভাষায় কথা বলেন। স্বামী, বাবা, সন্তান অসুস্থ থাকলেও না, কারণ আপনাকে জানতে হবে এটা ট্রেনিং সেন্টার।

ধামইরহাট নিকেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানিয়া তহনিমা বলেন, এ বছরের জানুয়ারি থেকে ট্রেনিং শুরু হয়েছে। এ ২ মাসে প্রতিদিন শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করা হয়েছে।

মান্দা দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুক্তা বলেন, ক্লাসে আসেেত ২/১ মিনিট দেরি হলে বাহিরে দাঁড় করিয়ে রাখেন অশালীন কথাবার্তা বলেন। এছাড়া প্রয়োজনের তাগিদে ছুটি চাইলে বলেন আত্মীয় স্বজন মারা গেলেও ছুটি দেয়া যাবেনা।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদেরকে জেলখানার কয়েদীর সাথে তুলনা করা হয়েছে। কয়েদীরা যেমন বন্দি অবস্থায় জেলখানায় থাকে সেরকম নিয়ম কানুন মেনে চলতে হবে। এছাড়া শিক্ষকত রিকুল ইসলাম, মাহফুজ, শহিদুল ইসলাম একই অভিযোগ করেন।

নওগাঁ পিটিআই সুপারিনটেনডেন্ট খন্দকার দীন মোহাম্মদ জানান, আমার বিরুদ্ধে শিক্ষার্থীরা যেসব অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ এনেছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। শিক্ষার্থীদের কি সমস্যা আমাকে না জানিয়ে ক্লাস বর্জন করেছে। তিনি আরো জানান, শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে আলোচনায় বসা হবে।

(ওএস/এটিআর/মার্চ ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test