E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘গণতন্ত্র রক্ষার্থে লাগাতার অবরোধ চলছে’

২০১৫ মার্চ ০৫ ১১:১৯:২৩
‘গণতন্ত্র রক্ষার্থে লাগাতার অবরোধ চলছে’

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি : ২০দলের নেতাকর্মীদের উপর একের পর’ এক মামলা দেওয়া হচ্ছে। দলের শীর্ষ নেতাদের বাড়িতে পুলিশি তল্লাশি চালানো হচ্ছে।

মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। সরকার বিচার ব্যবস্থাকে তার নিজস্ব মদদে চালাচ্ছে। সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্র ও দেশের মানুষ আজ বিপদগ্রস্থ্য। দেশের মানুষ আর গণতন্ত্র রক্ষার্থে লাগাতার অবরোধ কর্মসূচি চলছে। অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে কর্মসূচি অব্যহত রয়েছে।
রাত ১০টায় বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এড. রাফি পান্না এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছেন। তিনি বলেছেন, সরকার বিএনপিকে ভয় পায়। এজন্য মিথ্যা মামলা-হামলা করে বিএনপির চলমান আন্দোলন দমানোর পরিকল্পনা করেছে। বিএনপি ও সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী নাশকতার সাথে জড়িত নয়। সারাদেশে শান্তিপূর্ণ আন্দোলন চলছে। কোন বাঁধাই দেশ বাঁচানো ও গণতন্ত্র রক্ষার আন্দোলনকে বাঁধাগ্রস্থ করতে পারবেনা।
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা ও গ্রেফতারকৃত দলীয় সকল নেতাকর্মীর নিশর্ত মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

(এনআই/পিবি/মার্চ ০৫,২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test