E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে ব্যবসায়ীকে অপহরণ

২০১৫ মার্চ ০৫ ১৫:২২:২৪
রায়পুরে ব্যবসায়ীকে অপহরণ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহারণকারীরা । দেলোয়ার পৌরসভার পূর্বলাছ গ্রামের আলী আহম্মদ পাটোয়ারী বাড়ীর মৃত ছনু বেপারীর ছেলে। এঘটনায় বুধবার রাতে অপহৃতের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে চারজনকে আসামী করে রায়পুর থানায় মামলা করেছেন। এদিকে গত ৫ দিনেও ব্যবসায়ী উদ্ধার না হওয়ায় তার পরিবারের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।

মামলার এজাহারে জানাযায়, গত ১মার্চ ভোরে আসামী রফিকুল ইসলাম ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে কৌশলে বাড়ী থেকে ঢাকায় নিয়ে যায়। ওই দিন থেকে রফিকুল ইসলাম মোবাইলে ০১৭৩২৪৪০৮১৩, ০১৮৪৫৮৯১১৮০, ০১৭২০৫৪৬০৬০, ০১৮৩৩০৪৮০৩১ ও ০১৭৮৯৮৮১৬২৫ নাম্বারগুলো দিয়ে ব্যবসায়ীর স্ত্রী ও ভায়রার কাছে পাাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে আসছে। পরে টাকা না দিলে ব্যবসায়ীকে হত্যার হুমকী দেয়া হয়। এঘটনায় ব্যবসায়ীর স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে সোনাপুর ইউনিয়ণের বাসাবাড়ী এলাকার রফিকুল ইসলাম, তার স্ত্রী স্বপ্না বেগম, ওলি চৌকিদারের ছেলে মোঃ ফারুক ও লেংড়া বাবুলের স্ত্রী ফাতেমা বেগমকে আসামী করে অপহরণ মামলা করেছেন।
এ মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই সিরাজ মিয়া জানান, ব্যবসায়ীকে অপহরণের কথা নিশ্চিত করে বলেন, ব্যবসায়ীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(পিকেআর/পিবি/মার্চ ০৫,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test