E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় চেয়ারম্যানসহ ৪ জামায়াত নেতা জেল হাজতে

২০১৫ মার্চ ০৫ ১৮:০০:২৯
বগুড়ায় চেয়ারম্যানসহ ৪ জামায়াত নেতা জেল হাজতে

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের সাবেক আমীর আব্দুল গণি মন্ডলসহ ৪ জামায়াত নেতা জেল হাজতে। বৃহস্পতিবার বগুড়া জেলা ও দায়রা জজ আদালত হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেছেন।

২০১৩ সালের ৩ মার্চ জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদিকে চাঁদে দেখা যাচ্ছে বলে দুপচাঁচিয়া উপজেলায় গুজব ছড়িয়ে থানায় হামলা, বিভিন্নস্থানে নাশকতা ও ভাঙচুর করে। ওই মামলায় বৃহস্পতিবার আদালতে জামিনের আবেদন করে। জেলা ও দায়রা জজ এসএমএ সাঈদ তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। মামলায় দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের সাবেক আমীর আব্দুল গণি মন্ডল, পৌর জামায়াতে আমীর ওমর আলী, জামায়াতের রোকন শহিদুল ইসলাম ও রফিকুল ইসলামকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বগুড়ার দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ গোপাল চক্রবর্তী জানান, উপজেলা চেয়ারম্যান গণি মন্ডলসহ ৪ জামায়াত নেতার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। এদের মধ্যে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ৪ মামলার চার্জশিট দেয়া হয়েছে।

বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান জানান, দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যানসহ ৪ জামায়াত নেতার জামিন না মঞ্জুর করে আদালত তাদের জেল হাজতে প্রেরন করেছে।

(এএসবি/এএস/মার্চ ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test