E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অধিগ্রহনকৃত জমির মূল্য প্রাপ্তি ও পুনর্বাসন প্লট পাওয়ার দাবিতে মানববন্ধন

২০১৫ মার্চ ০৬ ১৬:২৩:২২
অধিগ্রহনকৃত জমির মূল্য প্রাপ্তি ও পুনর্বাসন প্লট পাওয়ার দাবিতে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি : পদ্মা সেতু নির্মাণের জন্য অধিগ্রহনকৃত জমির ন্যায্য মূল্য ও পুনর্বাসন এলাকায় প্লট প্রাপ্তির দাবিতে শুক্রবার বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শরীয়তপুরের জাজিরা  উপজেলার দিয়ারা নাওডোবা গ্রামের শত শত নারী-পুরুষ পদ্মা নদীর তীরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। মানববন্ধনের মাধ্যমে তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছেন বর্তমান বাজার মূল্য অনুযায়ী  প্রতি শতাংশ  জমির মূল্য ন্যুনতম ৪০ হাজার টাকা প্রদানের জন্য।

পদ্মা বহুমুখি সেতু নির্মানের জন্য সরকার ২০০৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১১টি ধাপে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে নাওডোবা ইউনিয়নের ১০০ নং এবং ১০১ নং মৌজার সরল খার কান্দি, মোহর আলী মাদবর কান্দি, হাজী হাছেন বয়াতীর কান্দি, সমর আলী মৃধা কান্দি, হাজী গফুর মোল্যার কান্দি, শহর আলী বেপারীর কান্দি, লতিফ ফকিরের কান্দি, সলিমুদ্দিন মাদবরের কান্দি, আহমেদ মাঝির কান্দি, হাজী জৈনদ্দিন মাদবরের কান্দি, কাদির মীনার কান্দি, জমির উদ্দিন হাওলাদারের কান্দি, আ. মজিদ হাওলাদারের কান্দি, নঈমুদ্দিন খানের কান্দি সহ অন্তত ২৫টি গ্রামের ৪ হাজার ৮ শত ২৩ জন লোকের ১ হাজার ১ শত একর ভূমি অধিগ্রহন করে। এরমধ্যে ১০০ নং দিয়ারা নাওডুবা মৌজায় ৪ দফায় ৫১১ একর জমি অধিগ্রহন করে।

অধিগ্রহনকৃত জমির মধ্যে ২০১১-১২ অর্থ বছরে এল এ ১ নং মোকদ্দমায় ১৫৫.১৩ একর জমি হাত ছারা হয় এলাকাবাসীর। তাদেরকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতি শতাংশ জমির জন্য মূল্য নির্ধারণ করা হয় ২০ হাজার ৪৬ টাকা আর সেতু কর্তৃপক্ষ বদলী মূল্য হিসেবে দাম নির্ধারণ করে প্রতিশতাংশে মাত্র মাত্র ৩ হাজার ৩ শত ১১ টাকা। ক্ষতিগ্রস্তদের দাবি সেতু কর্তৃপক্ষ বাজার দরের সাথে সঙ্গতি না রেখে এ দাম নির্ধারণ করেছেন। এখন তারা প্রতি শতাংশ জমিতে সেতু কর্তৃপক্ষের কাছ থেকে শতাংশ প্রতি কম পক্ষে ৪০ হাজার টাকা মূল্য দাবি করেছেন।

শুক্রবার এলাকার সকল শ্রেণী পেশার অন্তত ২ হাজার ক্ষতিগ্রস্ত মানুষ তাদের জমির ন্যায্য মূল্য পাওয়ার জন্য মানববন্ধন করে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটি স্মারক লিপি প্রদান করেছেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাওডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুরর হক, জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি যুদ্ধকালীন কমান্ডার আব্দুর রহমান খান, এ্যাডভোকেট আলমগীর হোসেন হাওলাদার, রাজনীতিবীদ মোশারফ হোসেন মাদবর প্রমুখ।

(কেএনআই/এএস/মার্চ ০৬, ২০১৫)

cÙv †mZzi AwaMÖnbK…Z Rwgi b¨vh¨ g~j¨ cÖvwß I c~be©vmb GjvKvq cøU cvIqvi `vex‡Z ÿwZMÖ¯Í GjvKvevmxi gvbeeÜb

kixqZcyi cÖwZwbwa

cÙv †mZz wbg©v‡bi Rb¨ AwaMÖnbK…Z Rwgi b¨vh¨ g~j¨ I c~be©vmb GjvKvq cøU cÖvwßi `vex‡Z ïµevi †ejv 11 Uv †_‡K `ycyi 12Uv ch©šÍ kixqZcy‡ii RvwRiv Dc‡Rjvi w`qviv bvI‡Wvev MÖv‡gi kZ kZ bvix -cyiæl cÙv b`xi Zx‡i gvbeeÜb I we‡ÿvf mgv‡ek K‡i‡Q| gvbee܇bi gva¨‡g Zviv gvbbxq cÖavbgš¿xi Kv‡Q `vex K‡i‡Qb eZ©gvb evRvi g~j¨ Abyhvqx cÖwZ kZvsk Rwgi g~j¨ by¨bZg 40 nvRvi UvKv cÖ`v‡bi Rb¨|

cÙv eûgywL ‡mZz wbg©v‡bi Rb¨ miKvi 2007 mvj †_‡K 2014 mvj ch©šÍ 11wU av‡c kixqZcy‡ii RvwRiv c‡q‡›U bvI‡Wvev BDwbq‡bi 100 bs Ges 101 bs †gŠRvi mij Lvi Kvw›`, †gvni Avjx gv`ei Kvw›`, nvRx nv‡Qb eqvZxi Kvw›`, mgi Avjx g„av Kvw›`, nvRx Mdzi †gvj¨vi Kvw›`, kni Avjx †ecvixi Kvw›`, jwZd dwK‡ii Kvw›`, mwjgywÏb gv`e‡ii Kvw›`, Avn‡g` gvwSi Kvw›`, nvRx ˆRbwÏb gv`e‡ii Kvw›`, Kvw`i gxbvi Kvw›`, Rwgi DwÏb nvIjv`v‡ii Kvw›`, Avt gwR` nvIjv`v‡ii Kvw›`, bCgywÏb Lv‡bi Kvw›` mn AšÍZ 25wU MÖv‡gi 4 nvRvi 8 kZ 23 Rb †jv‡Ki 1 nvRvi 1 kZ GKi f~wg AwaMÖnb K‡i| Gig‡a¨ 100 bs w`qviv bvIWzev †gŠRvq 4 `dvq 511 GKi Rwg AwaMÖnb K‡i|

AwaMÖnbK…Z Rwgi g‡a¨ 2011-12 A_© eQ‡i Gj G 1 bs †gvKÏgvq 155.13 GKi Rwg nvZ Qviv nq GjvKvevmxi| Zv‡`i‡K †Rjv cÖkvm‡Ki Kvh©vjq †_‡K cÖwZ kZvsk Rwgi Rb¨ g~j¨ wba©viY Kiv nq 20 nvRvi 46 UvKv Avi †mZz KZ©„cÿ e`jx g~j¨ wn‡m‡e `vg wba©viY K‡i cÖwZkZvs‡k gvÎ gvÎ 3 nvRvi 3 kZ 11 UvKv| ÿwZM͇֯`i `vex ‡mZz KZ©„cÿ evRvi `‡ii mv‡_ m½wZ bv †i‡L G `vg wba©viY K‡i‡Qb| GLb Zviv cÖwZ kZvsk Rwg‡Z †mZz KZ©„c‡ÿi KvQ †_‡K kZvsk cÖwZ Kg c‡ÿ 40 nvRvi UvKv g~j¨ `vex K‡i‡Qb|

ïµevi GjvKvi mKj †kÖbx †ckvi AšÍZ 2 nvRvi ÿwZMÖ¯Í gvbyl Zv‡`i Rwgi b¨vh¨ g~j¨ cvIqvi Rb¨ gvbeeÜb K‡i gvbbxq cÖavbgš¿xi wbKU GKwU ¯§viK wjwc cÖ`vb K‡i‡Qb| Gmgq Ab¨vb¨‡`i g‡a¨ Dcw¯’Z wQ‡jb bvIWzev BDwbqb cwil‡`i †Pqvig¨vb Aa¨ÿ dRjyii nK, RvwRiv Dc‡Rjv gyw³‡hv×v Kgv‡Ûi mfvcwZ hy×Kvjxb KgvÛvi Avãyi ingvb Lvb, G¨vW‡fv‡KU AvjgMxi †nv‡mb nvIjv`vi, ivRbxwZex` †gvkvid ‡nv‡mb gv`ei cÖgyL|

KvRx bRiæj Bmjvg

kixqZcyi

06-03-2015|

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test