E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুনামগঞ্জে হরতাল চলছে

২০১৪ মে ১১ ১০:৩২:২৩
সুনামগঞ্জে হরতাল চলছে

সুনামগঞ্জ প্রতিনিধি : নিখোঁজ বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালককে অক্ষত ফিরে পাওয়ার দাবিতে সুনামগঞ্জ জেলা বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল চলছে।

রবিবার সকাল থেকেই শহরে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। বিপণী বিতান, দোকানপাটও বন্ধ রয়েছে। এছাড়া নৌপথসহ দূরপাল্লার যান চলাচল বন্ধ। সকাল ৮টার দিকে স্থানীয় ট্রাফিক পয়েন্টে ছাত্রদল নেতারা হরতালের সমর্থনে অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল-নোমানকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় পুলিশ। জানতে চাইলে আব্দুল্লাহ আল-নোমান বলেন, শান্তিপূর্ণভাবে হরতাল পালনকালে এ পর্যন্ত পুলিশ আমাদের তিনবার ধাওয়া করে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি জানে আলম জানান, জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি

উল্লেখ্য, ৪ মে রবিবার বিএনপির গণঅনশন কর্মসূচি শেষে বিকেলে শহরের হাজিপাড়া থেকে চালকসহ প্রাইভেট কার নিয়ে মুজিব সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় সুনামগঞ্জ জেলা যুবদল নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

(ওএস/এইচআর/মে ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test