E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লাকসামে বাড়ি-ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ

২০১৫ মার্চ ০৭ ১৬:৩৮:০৩
লাকসামে বাড়ি-ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ

লাকসাম প্রতিনিধি : লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ ইউপির আউশপাড়া গ্রামে মাহফিল থেকে ফেরার পথে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান ও হাজীগঞ্জের পীর সৈয়দ মোঃ বাহাদুর শাহ এর অনুসারীরা প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে ৭টি বাড়ি ঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত প্রায় ১০ টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়,ওইদিন মধ্য আউশপাড়া বাইতুন নূর জামে মসজিদ মাঠে বাহাদুর শাহর অনুসারীরা একটি ওয়াজ মাহফিলের আয়োজন করে। মাহফিল শেষে ওই আয়োজক কমিটি হঠাৎ করে মাইকে ঘোষণা দেয় যে পীরের গাড়ি ভাংচুর করা হয়েছে।এ খবর ছড়িয়ে পড়লে বাহাদুর শাহ্র অনুসারীরা ক্ষিপ্ত হয়ে সংঘবদ্ধভাবে ওই গ্রামের মাও. মাহবুব, শাহ আলম ভূঁইয়া, মোঃ শাহজাহান, মাষ্টার শাহজাহান, কেফায়েত উল্ল্যাহ ও হেদায়েত উল্ল্যাহর বাড়ি-ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং খড়ের গাদায় অগ্নিসংযোগ, গহনা, নগদ টাকা ও হাঁস-মুরগী লুটপাট করে।
হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আমি ঘটনাটি শুনে তৎক্ষনাত থানা পুলিশকে জানিয়েছি।কিন্তু কোন পক্ষ এ ব্যাপারে অতি উৎসাহী হয়ে এ ঘটনা ঘটিয়েছে তা সত্যিই ঘৃন্য কাজ।
এ বিষয়ে লাকসাম থানা পুলিশের অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন চৌধুরী বলেন,ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তবে তিনি এ ঘটনায় জামায়াত-শিবির কর্মীদের দায়ী করেছেন।

(সিএস/পিবি/মার্চ ০৭,২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test