E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরের সড়কে প্রতিরাতে চলছে ডাকাতি

২০১৫ মার্চ ০৭ ১৯:১৫:১১
রায়পুরের সড়কে প্রতিরাতে চলছে ডাকাতি

রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন সড়কে প্রতিরাতে চলছে ডাকাতি। স্বশস্ত্র মুখোশপরা ডাকাতরা পরিবহনের যাত্রী ও চালকদের জিম্মি করে লুটে নিচ্ছে তাদের সর্বস্ব। প্রতিবাদ করলে ডাকাতরা যাত্রীদের কুপিয়ে মারাত্বক আহত করে । শুক্রবার (৬ মার্চ) রাত ১১টায় হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ২০০ গজ আগে  প্রধান সড়কের পাশে ওৎ পেতে থাকা  ১০-১২জন স্বশস্ত্র ডাকাতদল ওসমান বেপারী নামে মাছ বিক্রেতা ও রিক্সাচালক আলীকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় চাঁদপুর হাসপাতালে নিয়ে যান। সড়কে এসব ডাকাতি ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতংক, উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।

স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানান, গত তিন মাস ধরে হরতাল অবরোধের নামে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের চালতাতলী, পাটোয়ারী রাস্তার মাথা, রবি দাসের পুল, ভুইয়া রাস্তার মাথা, সিকদার রাস্তার মাথা, চাঁদপুর সড়কের লেংড়া বাজার, সিংহের পুল, বর্ডার বাজার, হায়দরগঞ্জ সড়কের নতুন বাজার, চালতাতলী, সোলাখালী ব্রিজ, মিতালী বাজার, মিজিগো স্টেশন, নর্দমা নামক সহ শতাধিক স্পটে মুখোশপরা স্বশস্ত্র ছিনতাইকারি ও ডাকাত প্রায় প্রতিরাতে রাত ৮টার পর হানা দেয়। ছিনতাই ও ডাকাতির ঘটনাগুলো পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও তারা কার্যকর কোন ব্যবস্থা নেয় না বলে ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান। শুক্রবার রাতে ডাকাতির ঘটনাটি শনিবার সকালে হায়দরগঞ্জ বাজারের ৩০-৪০জন মাছ ব্যবসায়ী ১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদ উল¬াহ বিএসসিকে জানিয়ে প্রতিকারের দাবি জানান। পরে চেয়ারম্যান হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ-কে দ্রুত ব্যবস্থা নেয়া ও ডাকাতদের গ্রেফতারের জন্য বলেন।
রায়পুর থানার ওসি মনজুরুল হক আকন্দ বলেন, শুক্রবার হায়দরগঞ্জ সড়কে ডাকাতির ঘটনাটি তার জানা নেই। রাতের বেলায় বিভিন্ন সড়কে পুলিশ নিয়মিত টহলে থাকে। পুলিশ অপরাধিদের গ্রেফতারে তৎপর রয়েছে। ক্ষতিগ্রস্তরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হয়।

(পিকেআর/অ/মার্চ ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test