E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আজ মাগুরায় আওয়ামী লীগের সম্মেলন

২০১৫ মার্চ ০৮ ১১:৫৯:৫১
আজ মাগুরায় আওয়ামী লীগের সম্মেলন

মাগুরা প্রতিনিধি : দীর্ঘ ১১ বছর পর মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ ৮ মার্চ স্থানীয় নোমানী ময়দানে এ সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। চলছে প্রচার-প্রচারণা-লবিং-গ্রুপিং। কে হবেন জেলার কর্ণধর।

তা নিয়ে সর্বত্রই আলোচনা-সমালোচনার ঝড় বয়ে চলছে। চায়ের স্টল থেকে শুরু করে হোটেল,রেস্তোরায় চলছে ব্যাপক আলোচনা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদ পাওয়ার আশায় জেলা নেতারা কেন্দ্রীয় নেতাদের সমর্থন নিজেদের পক্ষে আনতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সর্বোচ্চ যোগাযোগ করছেন পদ প্রত্যাশীরা।
জেলা আওয়ামীলীগ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৪ সালের ৪ এপ্রিল মাগুরা জেলা আওয়ামীলীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে আলতাফ হোসেনকে সভাপতি ও প্রফেসর ডা. সিরাজুল আকবর এমপিকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গত ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি সভাপতি আলতাফ হোসেন মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিনিয়র সহ-সভাপতি তানজেল হোসেন খান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। তিন বছর পরপর সম্মেলন হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে সম্মেলন হয়নি।
এবারের সম্মেলনে জেলার একটি পৌরসভা ও চার উপজেলা মিলিয়ে মোট ১২৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সম্মেলনে সভাপতি পদের জন্য বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ত্যাগী ও বর্ষীয়ান নেতা তানজেল হোসেন খান, জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এস এস আকবর এমপি, সহ-সভাপতি ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. শ্রী বীরেন শিকদার এমপি। সাধারণ সম্পাদক পদে সম্ভব্যরা হচ্ছেন বর্তমান সাংগঠনিক সম্পাদক এ্যাড. শফিকুজ্জামান বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু নাসির বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মওলা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পঙ্কজ কুমার কুন্ডু এবং সাংঠনিক সম্পাদক পদে সাবেক সভাপতি মরহুম আলতাফ হোসেনের ছেলে খুরশিদ হায়দার টুটুল, আনিছুর রহমান খোকন, সাখারুল ইসলাম সাকিলসহ কয়েক জনের নাম শোনা যাচ্ছে।
জেলা আওয়ামীমলীগের সম্মেলন করার লক্ষ্যে ইতিমধ্যে পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ অধিকাংশ কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া সম্মেলন সফল করার জন্য জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় নেতা কাজী জাফর উল্লাহ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মোস্তফা ফারুখ মোহাম্মাদ, মন্নুজান সুফিয়ান প্রমুখ উপস্থিত থাকবেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান আজ ৮ মার্চ সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়ে বলেন, আওয়ামী লীগের রাজনীতির শুরু থেকেই তিনি দলের জন্য বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধছাড়াও বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি আশা করছেন দল তার ত্যাগের কথা বিবেচনা করে যথোপযুক্ত মূল্যায়ন করবে।
বতর্মান সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ সিরাজুল আকবর জানান, দীর্ঘ ১১ বছর পর মাগুরায় জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে ঘিরে জেলা আওয়ামীলীগ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সফল করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি ।

(ডিসি/পিবি/মার্চ ০৮,২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test