E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় অটোরিক্সা চালককে শ্বাসরুদ্ধ করে হত্যা

২০১৫ মার্চ ০৮ ১৫:২৬:০৬
কুমিল্লায় অটোরিক্সা চালককে শ্বাসরুদ্ধ করে হত্যা

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে চালককে হত্যা করে সিএনজি অটোরিক্সা ছিনতাই করা হয়েছে।  রবিবার সকাল ১০ টায় দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের রামনগর-জিংলাতলী নতুন সড়ক থেকে সিএনজি অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করে গৌরীপুর ফাঁড়ি পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে আনোয়ার হোসেন ওরফে চারু মিয়া (৫৫) দুই লাখ টাকা ঋণ নিয়ে সাড়ে চার লাখ টাকায় একটি সিএনজি অটোরিক্সা কিনেন। ঋণের টাকা পরিশোধ করার জন্য আনোয়ার রাতে এবং তার ছেলে নজরুল ইসলাম দিনে অটোরিক্সাটি চালাত। শনিবার সন্ধ্যায় গৌরীপুর-সাচার-কচুয়া সড়ক দিয়ে আনোয়ার হোসেন যাত্রীসহ গাড়িটি নিয়ে বের হয়।
এদিকে রাতে বাড়ি ফিরে না আসায় আনোয়ারের স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে রবিবার সকাল ১০ টায় রামনগর-জিংলাতলী নতুন সড়কের পাশ থেকে মুখে কসটেপ দিয়ে মুড়ানো এবং হাত-পা বাঁধা অবস্থায় আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে গৌরীপুর থানা পুলিশ। পরে পুলিশ লাশটি গৌরীপুর ফাঁড়িতে নিয়ে আসে।
উদ্ধারকৃত আনোয়ার হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত সিএনজি অটোরিক্সা চালক মোঃ আনোয়ার হোসেন দাউদকান্দি উপজেলা মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়নের উত্তর মেহাম্মদপুর (আটিপাড়া) গ্রামের মৃত আছাদ মিয়ার মিয়ার ছেলে।
এ ব্যাপারে গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, ছিনতাইকারীরা গাড়ির চালককে হাত-পা বাঁধা অবস্থায় পুরো মুখমন্ডল কসটেপ দিয়ে পেঁচানোর ফলে নি:শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

(একেএইচ/পিবি/মার্চ ০৮,২০১৫)





পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test