E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় ঘরে আগুন দিয়ে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা !

২০১৫ মার্চ ০৮ ১৭:৫৫:৫০
মান্দায় ঘরে আগুন দিয়ে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা !

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে গভীর রাতে বসতবাড়িতে আগুন দিয়ে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। অগ্নিকাণ্ডের সময় স্থানীয়রা ঘরের দরজা ভেঙ্গে গৃহবধূকে উদ্ধার করলেও আগুনে পুড়ে মারা গেছে তিনটি গরু। শনিবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার গনেশপুর সরদারপাড়া গ্রামে এই নির্মম ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গ্রামের মকলেছার রহমানের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশি ফছির উদ্দিনের বিরোধ চলছিল। সম্প্রতি ফছিরের উদ্দিনের ছেলে বুলেট রানার দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার রাতে ছেলে ও দুই ভাইসহ মকলেছারকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। মামলার অপর আসামিরা পলাতক থাকায় বাড়িতে একা ছিলেন মকলেছারের স্ত্রী মালেকা বিবি। শনিবার দিনগত গভীর রাতে তাকে ঘরে তালাবদ্ধ করে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষরা।

গ্রামের আব্দুল হামিদ, আল মামুন, ইব্রাহীম হোসেনসহ আরো অনেকে জানান, রাতে মালেকা বিবির চিৎকার শুনে তারা ছুটে আসেন। তখন গোয়ালঘরে আগুন জ্বলছিল। তালাবদ্ধ ছিলেন গৃহবধূ মালেকা। এ অবস্থায় ঘরের দরজা ভেঙ্গে তারা মালেকাকে উদ্ধার করেন। আগুনে মালেকার তিনটি গরু পুড়ে মারা যায় ও বসতবাড়ি ভষ্মীভূত হয়। তারা দাবি করেন, মকলেছারের জামাই আইনুর রহমান, ভাই মাইনুর রহমান, চাচাতো ভাই বুলেট রানাসহ তাদের পরিবারের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত। ঘটনাটি শ্বশুর-জামাই পরিবারের মধ্যে বিরোধ বলেও উল্লেখ করেন তারা।

এদিকে মকলেছারের মেয়ে ও প্রতিপক্ষ আইনুরের স্ত্রী রিক্তা বিবি জানান, গভীর রাতে স্বামী আইনুর রহমানকে দেবর মাইনুর ও বুলেট ডেকে নিয়ে যায়। এর আধা ঘন্টা পরেই তার বাবার বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। ঘটনায় স্বামীর সঙ্গে রিক্তার কথা কাটাকাটি হলে রাতেই আইনুর অন্যদের নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। রিক্তা আরো জানান, ঘটনার কথা প্রকাশ করলে স্বামী আইনুর তাকে খুন করার হুমকি দিচ্ছে। রবিবার সকাল থেকে মোবাইলে তাকে কয়েকদফা এ নিয়ে সর্তক করেছে স্বামী আইনুর।

রিক্তাকে হুমকি দেয়ার তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে রিক্তাকে তার মা মালেকা বিবির হেফাজতে রাখা হয়েছে।

সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এজাহার পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

(বিএম/এএস/মার্চ ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test