E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে ৮ ডাকাতসহ ছিনতাইকারীর রিমান্ড

২০১৫ মার্চ ০৯ ১৭:১১:১৬
রায়পুরে ৮ ডাকাতসহ ছিনতাইকারীর রিমান্ড

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে অস্ত্র উদ্ধারে ডাকাতি-ছিনতাইসহ একাধিক মামলার আসামী ৮ কুখ্যাত ডাকাত-ছিনতাইকারীকে সোমবার সকালে চার দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। আসামীরা হলেন, উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য ও দক্ষিন কেরোয়া গ্রামের কাউছার হোসেন, পারভেজ হোসেন, মনির হোসেন, মোঃ রাসেদ ও জেলার সদর উপজেলার মোঃ বাবর এবং কেরোয়া গ্রামের ছিনতাইকারি মোঃ কাজি বিপ্লব, আলমগীর হোসেন ও সুমন।

পুলিশ জানান, দীর্ঘ দিন ধরে এ কুখ্যাত ডাকাতদল স্বশস্ত্র দলবদ্ধ হয়ে রায়পুর ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের প্রবাসী ও ব্যবসাীর বাড়ীতে হানা দিয়ে ডাকাতি করে আসছিল। সম্প্রতি রামগঞ্জে আটকৃত ডাকাতরা ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পরে। এঘটনায় গত ৫ ফেব্রুয়ারি রামগঞ্জ থানা পুলিশ বাদি হয়ে পুলিশ বাদি হয়ে ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করেন। গত ৮ ফেব্রুয়ারি রায়পুরের কেরোয়া ইউনিয়নের শামছুল ইসলাম নামের এক ব্যবসায়ী আটককৃতদেরসহ ১৯ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা করেন। গত ৬ ফেব্রুয়ারি পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে ১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়। পৃথক চার মামলায় আটক ৫ ডাকাতকে এবং রায়পুর শহরের ব্যবসায়ী ইসমাইল হোসেনের বাড়ীতে চুরি ও সড়কে ছিনতাই মামলায় কাজি বিপ্লব,আলমগীর হোসেন ও সুমনকে চার দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে আনা হয়। তাদের তাছ থেকে লুণ্ঠিত মামলামাল ও অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) সোলাইমান চৌধুরী ও এসআই ময়নাল হোসেন জানান, গ্রেফতারকৃত ডাকাত ও ছিনতাইকারিদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে এবং অনেক তথ্য পাওয়া গেছে। অন্যদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
(পিকেআর/পিবি/মার্চ ০৯,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test