E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে পুলিশি অভিযানে ভেজাল দস্তা সার জব্দ

২০১৫ মার্চ ১০ ১৭:২২:৪১
নাটোরে পুলিশি অভিযানে ভেজাল দস্তা সার জব্দ

নাটোর প্রতিনিধি : নাটোরের হাট বাজারে ভেজাল ও নকল সার কিনে কৃষক প্রতারিত হচ্ছে। সোমবার শহরের তেবাড়িয়া হাট এলাকা থেকে সার কিনে প্রতারিত হওয়া মজিবর রহমান নামে এক কৃষকের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার অভিযান চালিয়ে সিনজেন্টা কোম্পাণীর নামে প্যাকেটজাত করা ২৪ কেজি ভেজাল ও নকল সার জব্দ করে।

দত্তপাড়া এলাকার কৃষক মজিবর রহমান জানান, তিনি সোমবার তেবাড়িয়া হাট এলাকার সার ব্যবসায়ী বেঁটে আব্দুস সালামের দোকান থেকে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের প্যাকেটজাত করা দস্তা সার কিনেন। প্রতি কেজি প্যাকেটের দাম ২০০ টাকা নেওয়া হয়। প্যাকেট খোলার পর সারগুলি ভেজাল ও নকল বলে তার মনে হয়। সারগুলি আসল না নকল জানার জন্য ষ্টেশন বাজার এলাকার সার ডিলার আব্দুস সালামের(বড়) দোকানে যান। সেখানে গিয়ে জানতে পারেন সারগুলি ভেজাল ও নকল। বিষয়টি থানায় অবহিত করার পর পুলিশ আজ মঙ্গলবার তেবারিয়া এলাকার সার ব্যবসায়ী বেঁটে আব্দুস সালামের দোকানে অভিযান চালিয়ে সিনজেন্টা কোম্পাণীর নামে প্যাকেটজাত করা ২৪ কেজি ভেজাল ও নকল সার উদ্ধার করে।
স্টেশন বাজার এলাকার সার ডিলার আব্দুস সালাম জানান,এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বেশী মুনাফার লোভে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড নামে কোম্পাণীর প্যাকেটের আদলে নকল ও ভেজাল দস্তা সার বিক্রি করছে। এতে করে কৃষক প্রতারিত হচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের করার পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এমআর/পিবি/মার্চ ১০,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test