E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'নৈরাজ্যকারীদের সাথে কোন সংলাপ হবে না'

২০১৫ মার্চ ১০ ২১:৪১:২০
'নৈরাজ্যকারীদের সাথে কোন সংলাপ হবে না'

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ২০১৯ সালের আগে এদেশে কোন জাতীয় নির্বাচন হবে না। আওয়ামী সরকার গণমানুুষের জন্য কাজ করে যাচ্ছে এবং যাবে। যত ষড়যন্ত্র হোক না কেন ২০১৯ সালের আগে কোন লাভ হবে না। জনগণ আওয়ামীলীগের সরকারের পাশে আছে। খালেদা জিয়ার সাথে কোন সংলাপ নয়। খুনি রাজাকার নৈরাজ্যকারী পেট্রোলবোমা হামলাকারীদের সাথে কোন সংলাপ হবে না।

তিনি বলেন, ৪ বছর পর ২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে। সংলাপের প্রয়োজন হলে তখন। সেময় যদি বিএনপি ক্ষমতায় আসে তাতে আমাদের দুঃখ নেই। ২০ দল অবরোধ হরতাল ডাকলেও বগুড়াসহ সারা দেশের মানুষ তা প্রত্যাখ্যান করেছে।

তিনি আরো বলেন, সরকার ও আওয়ামীলীগকে হুমকি ধামকি দিয়ে লাভ নেই। আওয়ামীলীগ সংগ্রামী দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়ন হচ্ছে সে উন্নয়নে সকলকে অংশ নেয়ার আহবান জানান।

বিএনপি জামায়াত জোটের দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য পেট্রোলবোমা হামলা, অগ্নি সংযোগ ও মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে মঙ্গলবার বিকালে বগুড়ার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা ১৪ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম উপরোক্ত কথাগুলো বলেন। বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ এইচ আজম খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সভাপতি দিলিপ বড়ুয়া, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক এমপি ফজলে হোসেন বাদশা, কমিনিষ্ট পার্টি নেতা ডাঃ ওয়াজেদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদত হোসেন, বাসদের আহবায়ক রেজাউল রশিদ খান, আতাউল্লা খান, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, আ’লীগের সাংগঠনিক সম্পাদক এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দীন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জাসদ বগুড়া জেলা সভাপতি রেজাউল করিম তানসেন। বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি টি জামান নিকেতা, বিএমএ’র সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলুসহ স্থানীয় ১৪ দলের নেতৃবৃন্দ।

(এএসবি/অ/মার্চ ১০, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test