E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিজয় উল্লাসে মেতে উঠেছে গৌরীপুর

২০১৫ মার্চ ১১ ১৪:৫০:৪৪
বিজয় উল্লাসে মেতে উঠেছে গৌরীপুর

ময়মনসিংহ প্রতিনিধি : বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় ‘জিতব এবার জিতব-বিশ্বকাপ বিশ্বকাপ’ ‘চার-ছক্কা হই হই- বল গড়ায় গেল কই’, জিতেছেরে জিতেছে বাংলাদেশ জিতেছে, লাল-সবুজের জয়- বাংলাদেশের বিজয় শ্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে বিশাল বিজয় শোভাযাত্রায় অংশ নেয় আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা লাল-সবুজের বিশাল পতাকায় ঢাক-ঢোলের শব্দে মাতিয়ে তুলে পুরো শহর। রাস্তায় বেড়িয়ে পড়েন বিভিন্ন পেশার মানুষ। এ জয়ের উল্লাস দেখতে পুরো এলাকায় ছুটে আসে গৃহবধূরাও। র‌্যালিতে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয়, চাঁদের হাট অগ্রদূত শাখা, পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীরাও শোভাযাত্রা বের করেন। রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে শোভাযাত্রা বের করে। শাহগঞ্জ স্কুল এন্ড কলেজ, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়, কলতাপাড়া মোজাফর আলী ফকির উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও জাতীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রা বের করে। বিজয় উল্লাসে মেতে উঠে পুরো গৌরীপুর।
(এসআইএম/পিবি/মার্চ ২০১৫)


পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test