E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এসএসসি’র ফরম পূরণের অতিরিক্ত ফি ফেরতের দাবিতে স্মারকলিপি

২০১৫ মার্চ ১১ ১৫:০০:৪১
এসএসসি’র ফরম পূরণের অতিরিক্ত ফি ফেরতের দাবিতে স্মারকলিপি

ময়মনসিংহ  প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে চলতি এসএসসি পরীক্ষায় ছাত্রছাত্রীদের নিকট থেকে ফরম পূরণের জন্য আদায় করা অতিরিক্ত ফি ফেরতের দাবিতে মঙ্গলবার নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজের নিকট স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থীরা জানান, নির্ধারিত বোর্ড ফি’র ২/৩ গুন অতিরিক্ত অর্থ নেয়া হয়েছে। ব্যবসা শাখার মো. ফারুক মিয়া, মোঃ হানিফ রাজের নিকট থেকে ৫হাজার টাকা করে নেয়া হয়েছে বলে অভিযোগ করেন। অতিরিক্ত ফি ফেরতের দাবিতে স্মারকলিপি প্রদানে মোঃ ফারুক মিয়া, মো. তোফায়েল, মো. মাসুম আলম, মোঃ হানিফ রাজ, মো. একরাম হোসেন, মো. মিজানুর রহমান মিজানসহ ২৬জন ছাত্রছাত্রী স্বাক্ষর করেন। একটি সূত্র জানায়, গৌরীপুর উপজেলায় চলতি এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের নিকট থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রায় কোটি টাকা অতিরিক্ত ফি আদায় করেন। সর্বোচ্চ আদালতের নির্দেশেও এ অর্থ ফেরত দেয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজ জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
(এসএএম/পিবি/মার্চ ১১,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test