E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে কৃষি জমি বিনষ্ট করে খাল খনন বন্ধের দাবিতে সমাবেশ

২০১৫ মার্চ ১১ ১৬:৩৯:২৮
সিরাজগঞ্জে কৃষি জমি বিনষ্ট করে খাল খনন বন্ধের দাবিতে সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি : তিন ফসলী কৃষি জমি নষ্ট করে খাল খনন প্রকল্প বন্ধের দাবিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দিঘরিয়া মাদ্রাসা প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সম্মেলন শেষে শত শত কৃষক বিক্ষোভ মিছিল করে।

বুধবার দুপুরে তাড়াশ উপজেলার দিঘরিয়া মাদ্রাসা মাঠে বারুহাস ও তালম ইউনিয়নের খাল খননের ক্ষতির সম্মুখীন কৃষকদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ নুরুল ইসলাম। তিনি লিখিত বক্তব্যে উল্লেখ্য করেন, খালটি খনন করা হলে বারুহাস ও তালম ইউনিয়নের ৪শ’ একর জমি ক্ষতিগ্রস্থ হবে। এতে প্রায় ৫ শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও ভদ্রাবতী নদীর প্রবাহিত উজানের ঢলের পানি দ্রুত এ এলাকার কৃষি জমিতে প্রবেশ করে আগাম বন্যার সৃষ্টি করবে এবং আবাদী ফসল বিনষ্ট হবে। অপরিকল্পিত খালটি খনন করলে কৃষকদের জমি চাষে পাওয়ার টিলার, স্যালো ও ট্রাকটর এবং অন্যান্য সামগ্রী আনা নেওয়ায় ভোগান্তির সৃষ্টি করবে। সাংবাদিক সম্মেলনে দাবি করা হয় ইতোপুর্বে খালটি খননের ক্ষতিকর দিক গুলি তুলে ধরে উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। কিন্তু একটি এনজিও তাদের স্বার্থ সিদ্ধির জন্য খাল খননের তোরজোড় ও তদবির চালিয়ে যাচ্ছে। সাংবাদিক সম্মেলনের উপস্থিত ছিলেন কামরুজ্জামান চৌধুরী রাজা, শামসুল ইসলাম, মাসুদ রানা মান্টু, আবুল হোসেন, আব্দুল লতিফ, ওসমান গনি ও নাজির আহম্মেদ। পরে কৃষকরা বিশাল বিক্ষোভ মিছিল দিঘরিয়া থেকে বারুহাস বাজার প্রদক্ষিণ করে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এসএ এম মাহফুজুল হোসেন প্রকল্পের কারনে কৃষি জমি ও শত শত কৃষকের ক্ষতির বিষয়টি স্বীকার করে জানান, কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে প্রকল্পটি আপতত স্থগিত রাখা হয়েছে। এলাকার কৃষকরা না চাইলে প্রকল্পটি বন্ধ করে দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান খান জানান, কৃষকের অভিযোগ পাওয়ার পরে ইতোমধ্যেই একটি তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন। খালটি খনন কাজ চালাতে গেলে উক্ত এলাকায় আইন শৃংখলার পরিস্থিতি অবনতি ঘটার আশংকার কথাও প্রতিবেদনে উল্লেখ্য করেছেন।
(এসএস/পিবি/মার্চ ১১,২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test