E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় প্রফেসর এমএস আকবর এমপি’র দাফন সম্পন্ন

২০১৫ মার্চ ১১ ১৭:০৭:২২
মাগুরায় প্রফেসর এমএস আকবর এমপি’র দাফন সম্পন্ন

মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ডা. এম এস আকবরের লাশ  বুধবার মাগুরা পৌর করবস্থানে দাফন করা হয়।

এর আগে সকাল ১০ টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে মাগুরা স্টেডিয়ামে লাশ পৌঁছালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. বীরেন শিকদারের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মাগুরা রেডক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তাবৃন্দ ও পরিবারের সদস্যরা তার লাশ গ্রহণ করেন।
সকাল সাড়ে ১০ টায় তার লাশ স্থানীয় নোমানী ময়দানে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এ সময় রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করা হয়ে। এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জাম্মেল হক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলের ডালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বেলা সাড়ে ১১ টায় নোমানী ময়দানে নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ঢাকার দারুস সালাম রোডের নিজবাস ভবনে প্রথম, ঢাকা শিশু হাসপাতালে দ্বিতীয়, হলিফ্যামিলি হাসপাতালে তৃতীয়, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ে চতুর্থ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পঞ্চম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বাদ আসর তার মাগুরার নিজ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রফেসর ডা. এমএস আকবর এমপি গত ৯ মার্চ সোমবার রাতে ঢাকা সোরাওয়ার্দী হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার জন্ম মাগুরা সদরের হাজীপুর গ্রামে। তিনি ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরপর চার বার মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় বার দায়িত্ব পালন করছিলেন।
তিনি ২০০৫ সাল থেকে দশ বছর যাবত মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। গত ৮ মার্চ অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের ত্রি-বাষিক সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে জেলার মানুষের কাছে জনপ্রিয় ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন। এ ছাড়া আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে তিনি সমধিক পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনিমিত রাখা, কালো ব্যাজ ধারণ ও স্মরণসভা। এছাড়া শহরের আদর্শ ডিগ্রী কলেজ, শ্রীপুর ডিগ্রি কলেজ, জি.কে আইডিয়াল ডিগ্রী কলেজ, নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজ, শুভেচ্ছ প্রিপারেটরি স্কুল মাগুরা, রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক শোক কর্মসূচি ঘোষণা করেছে। তার মৃত্যুতে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
(ডিসি/পিবি/মার্চ ১১,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test