E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে মেতে উঠেছে

২০১৫ মার্চ ১১ ২১:৫৭:০০
খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে মেতে উঠেছে

নাটোর প্রতিনিধি : নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেছেন, বিএনপি নেত্রী জনগণের কল্যাণে রাজনীতি না করে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে মেতে উঠেছে। আন্দোলনের নামে হরতাল-অবরোধ দিয়ে খালেদা জিয়া মানুষ হত্যার মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছেন।

তিনি বলেন, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ জয়লাভ করার কারণে তিনি হরতাল প্রত্যাহার করেছেন কিন্তু তার সহিংস নাশকতা বন্ধ করেনি। ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থী ও মুসলমানদের ধর্মীয় কর্মসূচী বিশ্ব ইজতেমার সময়ও হরতাল-অবরোধ কর্মসূচী প্রত্যাহার করেনি। তার এই অবরোধ-হরতাল বাংলার জনগণ ঘৃনা ভরে প্রত্যাখান করেছে। ক্রিকেটের মত খেলায় উন্নতির মাধ্যমে বাংলাদেশ যখন বিশ্বের দরবারে প্রতিষ্ঠা লাভ করছে, তখন খালেদা জিয়া জামায়াত শিবিরকে সঙ্গে নিয়ে দেশকে ধ্বংস করার পায়তারা করছেন।

বুধবার বিকেলে লালপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিএনপির ডাকা হরতাল-অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে গণপদযাত্রা শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

লালপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইসাহাক আলী, যুগ্ম সাধারন সম্পাদক আলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক মুকুল, স্বেচ্ছাসেবকলীগ নেতা মতিউর রহমান মতি, কৃষকলীগ নেতা আমিনুল ইসলাম, যুবলীগ সভাপতি মিজানুল রহমান, ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

এরআগে সংসদ সদস্য আবুল কালাম আজাদের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে গণপদযাত্রা শুরু হয়। লালপুর চিনিবটতলা থেকে শুরু করে দীর্ঘ ৬ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করার পর ঈশ্বরদী ইউনিয়নের লক্ষিপুর বাজারে এক সমাবেশে মিলিত হয়। এসময় এলাকার বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষসহ দলের কয়েক হাজার মানুষ এই গণপদযাত্রায় অংশ নেয়।

(এমআর/অ/মার্চ ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test