E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে ৩ দিনের হরতাল প্রত্যাহার

২০১৫ মার্চ ১২ ১৩:৪৮:১৩
বান্দরবানে ৩ দিনের হরতাল প্রত্যাহার

বান্দরবান প্রতিনিধি : পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজী, অপহরণ, হত্যাসহ বিভিন্ন ধরনের কর্মকান্ডের প্রতিবাদে বান্দরবানে জাগো পার্বত্যবাসী’র ডাকা ৩দিনের হরতাল প্রত্যাহার করা হয়েছে আজ বেলা ১২টার পর থেকে।

আগামীকাল সকালে এসএসসি পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহারের ঘোষনা দেন জাগো পার্বত্যবাসীর নেতা আব্দুল জলিল। মুক্তমঞ্চের এক সমাবেশে হরতাল প্রত্যাহারের এই ঘোষনা দেয়া হয়। তবে গতকালের সংঘর্ষের ঘটনার পর শহরে থম থমে অবস্থা বিরাজ করায় ও অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন রয়েছে।
এদিকে আজ সকাল থেকে হরতালের সমর্থনে পিকেটাররা শহরের বিভিন্ন পয়েন্টে রাস্তায় গাছের গুড়ি ফেলে ও টাইয়ার জ্বালিয়ে পিকেটিং করেছে। হরতাল চলাকালে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। শহরের ছোট বড় কোন ধরনের যানবাহন চলাচল করেনি। জাগো পার্বত্যবাসী’র কর্মী সমর্থকরা শহরের খন্ড খন্ড মিছিল করেছে। তবে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ব্যাপক সেনা ও পুলিশি নিরাপত্তায় আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতি’র সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা আজ বোমাং রাজার উচপ্রু’র বাসভবনে সৌজন্য স্বাক্ষাত করেন। পরে তিনি ১৪ ও ১৫তম বোমাং রাজ পারিবারের সদস্যদের সাথেও সৌজন্য স্বাক্ষাত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে তিনি ফারুক পাড়ায় পিসিপি’র সম্মেলনে যোগদান করার কথা রয়েছে।
উল্লেখ্য, জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা’র নেতৃত্বে পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজী, অপহরণ, হত্যাসহ বিভিন্ন ধরনের কর্মকান্ড চালানোর প্রতিবাদে এবং তিনদিনের সফরে বান্দরবান আগমনকে কেন্দ্র করে এই হরতাল আহবান করে জাগো পার্বত্যবাসী নামে একটি সংগঠন।

(এফবি/পিবি/মার্চ ১২,২০১৫)

cvnv‡o mš¿vm, Pvu`vevRx, AcniY, nZ¨vmn wewfbœ ai‡bi Kg©Kv‡Ûi cÖwZev‡` ev›`iev‡b Rv‡Mv cve©Z¨evmxÕi WvKv 3w`‡bi niZvj cÖZ¨vnvi kn‡i †mbvevwnbx, wewRwe I cywjk †gvZv‡qb

Avj dqmvj weKvk, ev›`ievb|

cvnv‡o mš¿vm, Pvu`vevRx, AcniY, nZ¨vmn wewfbœ ai‡bi Kg©Kv‡Ûi cÖwZev‡` ev›`iev‡b Rv‡Mv cve©Z¨evmxÕi WvKv 3w`‡bi niZvj cÖZ¨vnvi Kiv n‡q‡Q AvR †ejv 12Uvi ci †_‡K| AvMvgxKvj mKv‡j GmGmwm cixÿv _vKvq wkÿv_x©‡`i K_v we‡ePbv K‡i niZvj cÖZ¨vnv‡ii †Nvlbv †`b Rv‡Mv cve©Z¨evmxi †bZv Avãyj Rwjj| gy³g‡Âi GK mgv‡e‡k niZvj cÖZ¨vnv‡ii GB †Nvlbv †`qv nq| Z‡e MZKv‡ji msN‡l©i NUbvi ci kn‡i _g _‡g Ae¯’v weivR Kivq I AcÖxwZKi NUbv Gov‡Z AwZwi³ cywjk, †mbvevwnbx I wewRwe †gvZv‡qb i‡q‡Q|

Gw`‡K AvR mKvj †_‡K niZv‡ji mg_©‡b wc‡KUviiv kn‡ii wewfbœ c‡q‡›U iv¯Ívq Mv‡Qi ¸wo †d‡j I UvBqvi R¡vwj‡q wc‡KwUs K‡i‡Q| niZvj PjvKv‡j e¨emvqxiv Zv‡`i e¨emv cÖwZôvb eÜ ‡i‡L‡Q| kn‡ii †QvU eo †Kvb ai‡bi hvbevnb PjvPj K‡iwb| Rv‡Mv cve©Z¨evmxÕi Kgx© mg_©Kiv kn‡ii LÛ LÛ wgwQj K‡i‡Q| Z‡e †Kv_vI †Kvb ai‡bi AcÖxwZKi NUbv N‡Uwb|

e¨vcK ‡mbv I cywjwk wbivcËvq AvÂwjK cwil‡`i †Pqvig¨vb I RbmsnwZ mwgwZÕi mfvcwZ ‡R¨vwZwi›`ª ‡evwawcÖq jvigv Ii‡d mš‘ jvigv AvR †evgvs ivRvi DPcÖæÕi evmfe‡b †mŠRb¨ ¯^vÿvZ K‡ib| c‡i wZwb 14 I 15Zg †evgvs ivR cvwiev‡ii m`m¨‡`i mv‡_I †mŠRb¨ ¯^vÿvZ K‡i‡Qb| AvMvgxKvj ïµevi mKv‡j wZwb dviæK cvovq wcwmwcÕi m‡¤§j‡b †hvM`vb Kivi K_v i‡q‡Q|

D‡jøL¨, RbmsnwZ mwgwZi mfvcwZ mš‘ jvigvÕi †bZ…‡Z¡ cvnv‡o mš¿vm, Pvu`vevRx, AcniY, nZ¨vmn wewfbœ ai‡bi Kg©KvÛ Pvjv‡bvi cÖwZev‡` Ges wZbw`‡bi md‡i ev›`ievb AvMgb‡K †K›`ª K‡i GB niZvj Avnevb K‡i Rv‡Mv cve©Z¨evmx bv‡g GKwU msMVb|

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test