E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোটচাঁদপুর সেটেলমেন্ট অফিসে ব্যাপক উৎকোচ!

২০১৫ মার্চ ১২ ১৪:৩১:০৪
কোটচাঁদপুর সেটেলমেন্ট অফিসে ব্যাপক উৎকোচ!

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর সেটেলমেন্ট অফিসে জমির পড়চা ও মেপের রমরমা বাণিজ্য চলছে। অফিসের কর্মকর্তার বিরুদ্ধে অতিরিক্ত উৎকোচ আদায়ের অভিযোগ উঠেছে।

বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সংশিষ্টদের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীরা। জানা যায়, গত ২২ ফেব্রয়ারি থেকে এ পড়চা ও মেফ বিতরণ শুরু হয়। যার সরকার নির্ধারণ ফি পড়চা প্রতি ৬০ টাকা ও মেপ প্রতি ৩৫০ টাকা। এর পরিবর্তে নেওয়া হচ্ছে পড়চা প্রতি ১০০ টাকা ও মেপ প্রতি ৫০০ টাকা। এ ছাড়া যে সমস্ত দালাল ও কর্মচারি ওই পড়চা ও মেপ বিতরণ করছে তারা হাতিয়ে নিচ্ছে আরও ২০-৫০ টাকা। আর এভাবে লাগামহীন গতিতে চলছে উপজেলা সেটেলমেন্ট অফিসের পড়চা ও মেপের রমরমা ব্যাণিজ্য। পড়চা ও মেপ নিতে আসা বেনেপাড়ার সুলতান, বাসস্ট্যান্ড পাড়ার শহিদুল ইসলাম, রেলস্টেশন পাড়ার মোতালেব হোসেনের সঙ্গে কথা হলে তারা জানান, গেল মাসের ২২ তারিখ এ পড়চা ও মেপ বিতরণ কার্যক্রম শুরু হয়। আর ওইদিন থেকে চলছে লাগামহীনভাবে উৎকোচ গ্রহণ, যা দেখার কেউ নেই। এ ছাড়া অনেকের অভিযোগ অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারী ঠিকমত না থাকায় তারা হয়রানিও হচ্ছে প্রতিনিয়ত। এ বিষয়ে অফিসের রেকডকিপার বিকাশ চন্দ্র ঘুষ নেয়ার কথা অস্বীকার করে বলেন, আমরা সরকার নির্ধারিত ফি নিয়ে পড়চা ও মেপ বিতরণ করছি। যদি কেউ বলে থাকে তাহলে মিথ্যা বলেছে। এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার দেবপ্রসাদ পাল জানান, আমি এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। আজ আবারও শুনলাম। বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

(জেআর/পিবি/মার্চ ১২,২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test