E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রায়পুরে শিক্ষক-শিক্ষার্থীর মানববন্ধন

২০১৫ মার্চ ১২ ১৫:৩১:০৫
রায়পুরে শিক্ষক-শিক্ষার্থীর মানববন্ধন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : দেশব্যাপি সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা, সহিংসতা, জালাও পোড়াও ও পেট্রোল দিয়ে মানুষ মারার বিরুদ্ধে লক্ষ্মীপুরের রায়পুরে ৫১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দশ হাজার শিক্ষক-শিক্ষার্থী  মানববন্ধন করেছেন।

আমরা নিরাপদে স্কুলে যেতে চাই। জঙ্গীবাদ ও নাশকতা রোধে সবাই এক হও, ইত্যাদি শ্লোগান সম্বলিত নানা প্লে-কার্ড ও ফেষ্টুন-ব্যানার নিয়ে প্রতিবাদি শিক্ষক- শিক্ষার্থীদের সাথে এসময় একাত্মতা ঘোষনা করে বিপুল সংখ্যক সাধারণ মানুষও অংশ নেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলা মাবনবন্ধনে জনকল্যান বহুমূখী উচ্চ বিদ্যালয়, মাচ্চেন্টস একাডেমী, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, এলএম পাইলট উচ্চ বিদ্যালয়, মিতালী বাজার মডেল একাডেমী, রাখালিয়া উচ্চ বিদ্যালয়, চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়, আলীয়া কামিল মাদ্রাসা ও হায়দরগঞ্জ তাহেরিয়া ফাজিল মাদ্রাসাসহ ৫১টি প্রতিষ্ঠান তাদের সামনের সড়কে ঘন্টা ব্যাপি প্রায় ১০ হাজার শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেন।

রায়পুর হায়দরগঞ্জ সড়কে জনকল্যান বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধনে অংশ গ্রহন করে সংক্ষিপ্ত বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাহাদাৎ হোসাইন, উপজেলা চেয়ারম্যান মাস্টার মোঃ আলতাফ হোসেন হাওলাদার, ইউএনও শারমিন আলম, এসিল্যান্ড শরীফুল ইসলাম, মাধ্যমি শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া, প্রধান শিক্ষক হাবিব আহমেদ পাটোয়ারী, সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার রায়, হারুনুর রশিদ, মোস্তাফিজুর রহমান, মোঃ শাহ আলম, নুরুল আমিন, আলতাফ হোসাইন, শামছুন্নাহার, ফারহানা বেগম প্রমুখ।

(পিকেআর/পিবি/মার্চ ১২,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test