E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাজিরায় বসতঘরে আগুন, ১ শিশুর মৃত্যু, আহত ১

২০১৫ মার্চ ১২ ১৭:২৫:২১
জাজিরায় বসতঘরে আগুন, ১ শিশুর মৃত্যু, আহত ১

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডযবা ইউনিয়নের পাইনপাড়া পদ্মা নদীর চরে এক কৃষকের বাড়িতে আগুন লেগে তার তিন টি বসতঘর ভষ্মিভূত হয়ে আগুনে  দগ্ধ হয়ে শিশুপূত্র মারা গেছে। ছেলেকে উদ্ধার করতে গিয়ে আগুনে ঝলসে গেছে বাবা আব্দুর রশিদ। অগ্নিকাণ্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরা মঙ্গলমাঝির ঘাটের উত্তর পাড়ে পাইন পাড়া পদ্মা নদীর নতুন চরে বৃহস্পতিবার বেলা ৩টার সময় কৃষক আব্দুর রশিদ জঙ্গীর বাড়িতে রান্না করার সময় আগুন লাগে। রোদের প্রচণ্ড তাপ ও বাতাস থাকায় মুহুর্তের মধ্যে আগুন রান্না ঘর থেকে রশিদ জঙ্গির দুইটি বসতঘরে ছড়িয়ে পরে। এসময় রশিদের ৮ বছরের ছেলে শহিদুল ইসলাম ঘরের মধ্যে ঘুমাচ্ছিল। ছেলের আর্ত চিৎকারে রশিদ জঙ্গি আগুনের তীব্রতা উপেক্ষা করেও ছেলেকে বাঁচাতে ঘরে ঢুকে। ততক্ষণে ছেলেটি দগ্ধ হয়ে মারা যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে রশিদের শরীরও অনেক খানি ঝলসে গেছে।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আব্দুর রব মাঝি জানান, রশিদের স্ত্রী রোখসানা বেগম রান্না করার সময় অসাবধানতাবসত আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন তাদের দুইটি বসত ঘরে ছড়িয়ে পরে। এসময় রশিদের ছোট ছেলে শহিদুল ইসলাম ঘুমে ছিল। ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে ছেলেটি একেবারে কয়লা হয়ে গিয়েছে। ছেলেকে উদ্ধার করতে গিয়ে রশিদের শরীরের বিভিন্ন স্থানে ঝলসে গেছে। ঘরে থাকা সমস্ত আসবাবপত্র ও কৃষিপণ্য সব কিছু পুড়ে গেছে।

(কেএনআই/এএস/মার্চ ১২, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test