E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে নিয়ে বাসযোগ্য স্বদেশভূমি গড়ে তুলতে হবে’

২০১৪ মে ১১ ১৫:৪৩:১৩
‘মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে নিয়ে বাসযোগ্য স্বদেশভূমি গড়ে তুলতে হবে’

সাতক্ষীরা প্রতিনিধি : ১৯৭১ সালে নয় মাস যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। ইতোমধ্যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠণ করে সরকার একজনের বিচারের রায় কার্যকর করেছে। বাকি কয়েকজনের বিচাররের রায় যে কোন সময় কার্যকর হওয়ার ব্যাপারে আমরা আশাবাদি। প্রতিটি মানুষের জন্য বাসযোগ্য স্বদেশভূমি গড়ে তোলার কাজ বাকি রয়ে গেছে। এজন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে একযোগে কাজ করতে হবে।

রোববার সকাল ১০টায় সাতক্ষীরা অফিসার্স ক্লাবে বেসরকারি সংস্থা স্বদেশ এর আয়োজনে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় আয়োজিত সাতক্ষীরা জেলার ‘নিপীড়িত ও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর আইন সহায়তা প্রদান’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, মানবাধিকারকর্মী, আইন ও সালিশ কেন্দ্র-আসক’র নির্বাহী পরিচালক অ্য্যাড. সুলতানা কামাল এসব কথা বলেন।
সরকার দরিদ্র মানুষের জন্য বিনামূলে আইন সহায়তা দিতে তহবিল গঠন করেছে উল্লেখ করে সুলতানা কামাল বলেন, আমাদের আইনজীবী বন্ধুরা যদি ব্যবসায়িক মনোভাবকে পিছনে ফেলে সামান্য হলেও স্বেচ্ছাসেবীর ভূমিকা রাখে তবে আমরা দরিদ্র অসহায় মানুষের জন্য আইন সহায়তা কর্মকাণ্ডকে আরো এগিয়ে নিতে পারবো। ন্যায়বিচার ভিত্তিক সমাজ, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারলে তবেই মেহনতি অসহায় মানুষের বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।
তিনি আরো বলেন, অসহায় দরিদ্র মানুষকে আইনগত সহায়তা দিতে মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। তখনই আমরা মুক্তিযুুদ্ধের চেতনার সেই বাংলদেশ গড়তে পারবো যখন আমাদের সমাজের সকল পর্যায়ের মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।
‘স্বদেশ’ সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা কমার্স কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, মানবাধিকারকর্মী অ্যাড. সুপ্রিয় চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, আসক’র জ্যেষ্ট সহকারি পরিচালক অ্যাড. নীনা গোস্বামী।
সাংবাদিক, জনপ্রতিনিধি, নির্যাতিত ও সরকারি কর্মকর্তাসহ ১৭জন মুক্ত আলোচনায় অংশ নেন।
(আরকে/এএস/মে ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test