E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিরাপদে ক্লাস ও পরীক্ষার দাবিতে মেহেরপুরে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

২০১৫ মার্চ ১৪ ১৩:০৪:০৪
নিরাপদে ক্লাস ও পরীক্ষার দাবিতে মেহেরপুরে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি:শংকামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাস করতে ও পরীক্ষা দিতে চাই এই শ্লোগানে সহিংসতার প্রতিবাদে মেহেরপুরে সরকারী মহিলা কলেজের উদ্যোগে মানববন্ধন  করেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।

শনিবারে বেলা ১১ টার দিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আশরাফুল আলমের নেতৃত্বে মানবন্ধনে অন্যান্যদের মধ্যে প্রভাষক ড. গাজী রহমান ,নুরুল আহমেদ, বিলকিস আক্তার সিদ্দিকা, আব্দুর রাজ্জাক, আফতাব আলী, আব্দুর রহিম, মিরাজ আলী, রোজী উদ্দিন, রাশেদুল হক, হাসানুজ্জামান, মনিরুল ইসলাম, মৌসুমী আক্তার , রেহেনা পারভিন, আতিয়ার রহমান, সেলিনা পারভিন সহ ছাত্রী ও কর্মচারীরা অংশ নেন।

অপরদিকে, একই দাবিতে মেহেরপুর সরকারী কলেজের উদ্যোগে সরকারী কলেজের সামনের সড়কে মানববন্ধন করা হয়। সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের নেতৃত্বে মানববন্ধে অন্যান্যদের মধ্যে সহযোগী অধ্যাপত আবদুল্লাহ আল মামুন, খেজমত আলী মালিথা, কাউসার আলী,গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনসহ কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।


(আইএম/এসসি/মার্চ১৪,২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test