E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

২০১৫ মার্চ ১৫ ১৪:০০:১৮
ঈশ্বরদীতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : শঙ্কামুক্ত জীবন, নিরাপদে ক্লাস ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দেয়ার দাবিতে ঈশ্বরদী মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও পথসভা করেছে।

কলেজের সামনের সড়কে প্রখর রোদকে উপেক্ষা করে রবিবার বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত মানব-বন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, মহিলা কলেজ পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ইঞ্জিনিয়ার আনসার আলী ডিলু, উপাধ্যক্ষ হামিদুর রহমান, সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, প্রভাষক ইসমাইল হোসেন, আব্দুর রশিদ, জয়পত্র পত্রিকার সম্পাদক আব্দুল বাতেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ ও শিক্ষার্থী স্বর্ণা খাতুন।
বক্তারা বলেন, সরকারি ও বিরোধী দলের টানা পোড়নে এদেশের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। সময় মতো নিয়মিত ভাবে রুটিন অনুযায়ী পরীক্ষা হচ্ছেনা। এতে পরীক্ষার্থীদের ব্যাপক ভাবে পড়াশুনায় ব্যাঘাত ঘটছে। শিক্ষার্থী ও অভিভাবকেরা দুঃচিন্তায় সময় পার করছেন। হরতাল-অবরোধ করে এদেশের শিক্ষার মান ক্ষুন্ন করা হচ্ছে। বক্তারা শঙ্কামুক্ত জীবন, নিরাপদে ক্লাস ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দেয়ার পথসভায় দাবি তোলেন। রাজনীতি ও ধর্মের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা হচ্ছে। এই জাতিকে অন্ধকারের পথে ঠেলে দিচ্ছে হরতাল-অবরোধ নামের কর্মসূচী। এটা থেকে জাতিকে বেড়িয়ে আসতে হবে বলে জানান।
(এসকে/পিবি/মার্চ ১৫,২০১৫)


পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test