E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 

২০১৫ মার্চ ১৫ ১৪:২৫:২৫
বাগেরহাটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
 

বাগেরহাট  প্রতিনিধি : দেশে প্রচার সংখ্যার সর্ব র্শীষে থাকা জাতিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী।

সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু মিলনায়তনে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
পরে সেখানে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট সদরের এমপি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। প্রধান অতিথি তার বক্তৃতায় মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল দৈনিক বাংলাদেশ প্রতিদিন তার নিরপেক্ষতা ও নিষ্ঠতার মাধ্যমে প্রচার সংখ্যার সর্ব র্শীষে থাকায় পত্রিকাটির সম্পাদকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। নিজে প্রথম থেকে পত্রিকাটির নিয়মিত গ্রাহক হিসেবে উল্লেক করে তিনি বলেন, পত্রিকাটি উপরতলা থেকে রিক্সওয়ালা সব শ্রেনীর পাঠকের কাছে সমান ভাবে জনপ্রিয়। বাংলাদেশ প্রতিদিন দল নিরপেক্ষতা ও নিষ্ঠতার মাধ্যমে আগামীতে গৌরব উজ্জল ভূমিকা অব্যাহত রাখতে সমর্থ হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধ্যাপক মাহফিজু রহমান মাফুজের সভাপত্বিতে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবীন সাংববাদিক ও বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো; মোজাফফর হোসেন, বাগেরহাটের সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী, আলী আকবর টুটুল, শওকাত আলী বাবু, ইয়ামিন আলী, মোল্লা মাসুদুল হক,এসএম রাজ, শেখ আবু সাইদ, হেদায়েত হোসেন লিটন, শেখ আজমল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, বাংলাদেশ প্রতিদিনের বাগেরহাট প্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম।

(একে/পিবি/মার্চ ১৫,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test