E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি ,নিহত ১

২০১৫ মার্চ ১৫ ১৪:৪৮:০১
মাদারীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি ,নিহত ১

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এছাড়াও ডাকাতের হামলায় গৃহকর্তাসহ ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার মধ্য রাতে। ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১টার দিকে মাদারীপুর সদর উপজেলার মিয়ারচর গ্রামের সিকু মাতুব্বরের বাড়িত ৩০/৪০ জনের একটি ডাকাতদল গ্রিল কেটে ঘরে ঢুকে। এরপর ঘরের সবার হাত পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
এসময় বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী এসে ডাকাতদের ধাওয়া করে। স্থানীয়দের গণপিটুনিতে সেলিম খান (২৫) নামের এক ডাকাত ঘটনাস্থলেই মারা গেছে।
সেলিম চরলক্ষ্মীপুর গ্রামের গোলাপ খানের ছেলে। সে ঐ এলাকার শাহাদাত হত্যা মামলার আসামী। ডাকাতদের হামলায় সিকু মাতুব্বরের ছেলে প্রবাসী আরবিস মাতুব্বর (৩০) ও তার মা আনোয়ারা বেগম, তার ভাই কামরুল, সোহাগসহ ৫জন আহত হয়েছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আরবিস মাতুব্বর জানান, রাতে আমরা ঘুমিয়েছিলাম। এসময় ডাকাতরা আমাদের ঘরের গ্রিল কেটে ভেতরের ঢুকে পরিবারের সবার হাত পা বেঁধে ঘরে থাকা ১৯ ভরি স্বর্ণ, নগদ টাকাসহ বিভিন্ন মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়। আমার মা ও আমি চিৎকার করলে ডাকাতরা আমাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে। এলাকাবাসী ধাওয়া করলে ডাকাতরা পালিয়ে যায়।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত সেলিম পেশাদার ডাকাত। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

(এএ/পিবি/মার্চ ১৫,২০১৫)




পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test