E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদা না পেয়ে মেহেরপুর সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ভাংচুর

২০১৫ মার্চ ১৫ ১৬:০৭:১১
চাঁদা না পেয়ে মেহেরপুর সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ভাংচুর

মেহেরপুর প্রতিনিধ : মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করার চাঁদা না পেয়ে মেহেরপুর সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজের ভবনের জানালাসহ আসবাবপত্র ভাংচুর করেছে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা।

রবিবার দুপুর ১২ টার দিকে একদল দূর্বৃত্তরা আকষ্মিক এ ঘটনা ঘটায় বলে জানিয়েছেন অধ্যক্ষ।
কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানান, স্বাধীনতা দিবস উদযাপনের নাম করে কয়েকদিন আগে টেকনিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জীবন আহমেদ ও সাধারন সম্পাদক সাইদুর ইসলাম মানিক স্বাক্ষরিত একটি দাওয়াত পত্র দিয়ে যায়। ১৯ মার্চ বৃহস্পতিবার সে অনুষ্ঠান হওয়ার কথা। যে খানে আমাকে না জানিয়ে তারা প্রধান অতিথি হিসেবে চিঠি দাওয়াতপত্র তৈরি করেছে। এছাড়া জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনকে উদ্বোধক ও শহর ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান পোলেনকে বিশেষ অতিথি করা হয়েছে। সে অনুষ্ঠানের জন্য তারা আমার কাছে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে একদল দূর্বৃত্ত কলেজে প্রবেশ করে জানালার কাঁচ ও আসবাবপত্র ভাংচুর শুরু করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছানোর আগেই দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরিস্থিত বর্তমানে শান্ত রয়েছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব জানান, তার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আছেন। এ ঘটনার সাথে কারা জড়িত তাদের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।
তবে এ ব্যাপারে মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনকে ফোন করে জানতে চাওয়া হলে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন এবং পরে আর ফোন রিসিভ করেন না।

(ইএম/পিবি/মার্চ ১৫,২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test