E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় মৎস্য অফিসে ককটেল বিস্ফোরণ

২০১৫ মার্চ ১৬ ১৪:২৯:১৮
মাগুরায় মৎস্য অফিসে ককটেল বিস্ফোরণ

মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরতলীর ভায়না এলাকায় জেলা মৎস্য ভবনে রবিবার রাত ১২ দিকে একাধিক ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে গেছে গ্যারেজে রাখা জেলা মৎস্য কর্মকর্তার ব্যবহৃত একটি জিপ গাড়ী। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মৎস্য অফিসের ফার্ম ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান,জেলা মৎস্য খামারে অবস্থিত জেলা মৎস্য ভবনে রাত ১২ টার দিকে তিনি পরপর ৭-৮ টি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে দেখতে পান অফিস সংলগ্ন গ্যারেজে মৎস্য কর্মকর্তার ব্যবহৃত জিপ গাড়ীতে আগুন জলছে। এ সময় দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র শেখর নন্দী জানান,তিনি ককটেলের শব্দ ও গ্যারেজে রাখা গাড়িতে আগুন লাগার কথা শুনে ঘটনা স্থলে যান। তবে গাড়ীতে কিভাবে আগুন লেগেছে তিনি বলতে পারেননি।

অতিরিক্তি পুলিশ সুপার সুদর্শন রায় জানান, ঘটনা স্থলে কোন আলামত না পাওয়ায় তাৎক্ষনিকভাবে আগুনের সঠিক কারণ বলা যাচ্ছেনা। সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।
(ডিসি/পিবি/মার্চ ১৬,২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test