E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে শিক্ষকের অভাবে বিদ্যালয়ে লেখাপড়া ব্যাহত

২০১৫ মার্চ ১৬ ১৪:৩৯:০২
মদনে শিক্ষকের অভাবে বিদ্যালয়ে লেখাপড়া ব্যাহত

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : শিক্ষকের অভাবে নেত্রকোনার মদন উপজেলার বাগজান কুটুরীকোনা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে।

জানা গেছে, বিদ্যালয়ে বর্তমানে ১শ ৭২জন শিক্ষার্থী এবং ৫জন শিক্ষক কাগজে কলমে কর্মরত থাকলেও হত্যা মামলার আসামী কম্পিউটার শিক্ষক মাহাবুব আলম ও মাতৃত্বকালীন ছুটিতে থাকা ঝর্না রানী সরকার দীর্ঘদিন যাবত অনুপস্থিত রয়েছেন। ফলে ৩জন শিক্ষক দ্বারা পাঠদান দারুন ভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, উক্ত বিদ্যালয়টি ২০০৪ইং সালে প্রতিষ্ঠিত হলেও সম্প্রতি এমপিও ভুক্ত হয়। কাগজে কলমে ১শ ৭২ জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও লেখাপড়া না হওয়ায় বিদ্যালয়ে উপস্থিত থাকে নগন্য সংখ্যক শিক্ষার্থী। বিদ্যালয় বিহীন, শিক্ষায় পিছিয়ে পড়া এলাকায় গড়ে উঠা এই শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল অবস্থায় শিক্ষার্থী অভিভাবকগণ উদ্বিগ্ন হয়ে পড়েছে । নাম প্রকাশে অনিচ্ছুক ষষ্ঠ শ্রেণির কয়েক জন শিক্ষার্থী জানায়, নতুন বছরের প্রায় তিনমাস হয়ে গেলেও বিদ্যালয়ে ক্লাস শুরু না হওয়ায় শিক্ষার্থীরা অন্যত্র চলে যাবার পরিকল্পনায় থাকায় দিন দিন উপস্থিতির সংখ্যা হ্রাস পাচ্ছে। ছাত্র অভিভাবক মনসুর মিয়া জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি ব্যক্তি স্বার্থে স্কুল পরিচালনা করে শিক্ষক নিয়েগের আগেই কতিপয় লোকের কাছ থেকে উৎকোচ নেওয়ায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি বিলম্ব হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় স্বাক্ষর দেখানো হয়। এমন একটি ঘটনার তদন্তের দাবি জানিয়ে তিনি আরো বলেন হত্যা মামলার আসামী কম্পিউটার শিক্ষক মাহাবুব আলম গত জানুয়ারি/১৫ মাস থেকে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। অথচ মার্চ/১৫ মাস পর্যন্ত হাজিরা খাতায় তার স্বাক্ষর রয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান হাজিরা খাতায় শিক্ষকের অগ্রিম স্বাক্ষরের সত্যাতা স্বীকার করে বলেন, লাল কালি দিয়ে স্বাক্ষর দাগ করে অনুপস্থিত দেখানো হবে এবং বিদ্যালয়ে শিক্ষক শূন্য পদে অচিরেই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাজু মিয়া বিদ্যালয়ে লেখাপড়া ব্যাহতের সত্যতা স্বীকার করে বলেন, অচিরেই শূন্য পদে শিক্ষক নিয়োগ ব্যবস্থা গ্রহন করা হবে।
(এলজে/পিবি/মার্চ ১৬,২০১৫)


পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test