E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টুঙ্গিপাড়ায় উন্নত জাতের হাঁস বিতরণ

২০১৪ মে ১১ ১৯:৫৫:৪৬
টুঙ্গিপাড়ায় উন্নত জাতের হাঁস বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার জন্য স্থানীয় জনগোষ্ঠিকে উন্নত জাতের হাঁস বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার মিত্রডাঙ্গা গ্রামের ৪০ টি পরিবারকে ৮টি করে হাঁস বিতরণ করা হয়।

২০০৮ সাল থেকে খ্রিশ্চিয়ান এইড-যুক্তরাজ্যের অর্থায়নে সিসিডিবি ও বিসিএএস এ এলাকার জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছে। এ গ্রামের মানুষকে জলবায়ুর পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা দেয়া হচ্ছে।

এ উপলক্ষে সিসিডিবি’র টুঙ্গিপাড়া প্রকল্প অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক যুগকথার সম্পাদক মোজাম্মেল হোসেন মুন্না। অন্যান্যের মধ্যে সিসিডিবি’র এরিয়া ম্যানেজার ড্যানিস মারান্ডি, সিসিডিবি’র প্রকল্প এলাকা টুঙ্গিপাড়ার প্রোগ্রাম অফিসার শৈলেন ফলিয়া, বিসিএএস’র কর্মকর্তা বিধান চন্দ্র টিকাদার প্রমূখ।

(এমএইচএম/অ/মে ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test