E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহম্মদপুরে পড়া মেলা অনুষ্ঠিত

২০১৫ মার্চ ১৬ ১৬:৩৫:৩৬
মহম্মদপুরে পড়া মেলা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের রাজবাড়ি এলাকায় কালীপদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার দিনব্যাপী পড়া মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা স্তরের প্রারম্ভিক পর্যায়ে (প্রথম থেকে তৃতীয় শ্রেণি) পড়ার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে  বাংলাদেশ সরকার ও ইউএসএইড  এর যৌথ প্রকল্প রিড এর আর্থিক সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহযোগিতায় বেসরকারি সংস্থা জাগরণী চক্র এ মেলার আয়োজন করে।

মেলায় উপজেলার ২৫ টি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম থেকে তৃতীয় শ্রেণির তিন কওে ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়। শিশুদেও পড়ার দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এবং পড়ায় আরো বেশি উৎসাহিত করার জন্য ৯টি বিষয়ের উপর পড়া মেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিজয়ি এসব শিশুদের মধ্যে পুরস্কার হিসেবে স্কুল ব্যাগ দেওয়া হয়।
বিকেলে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত চিলেন মহম্মদগপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোহেল রানা, রিড প্রকল্পের টেকনিক্যাল অফিসার মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. কাহীন মৃধা।

(ডিসি/এএস/মার্চ ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test