E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতীয় সীমান্তে অনুপ্রবেশকালে  ওসিসহ ৭ পুলিশ সদস্যকে প্রত্যাহার

২০১৫ মার্চ ১৮ ১২:৩২:৩৫
ভারতীয় সীমান্তে অনুপ্রবেশকালে  ওসিসহ ৭ পুলিশ সদস্যকে প্রত্যাহার

কুড়িগ্রাম প্রতিনিধি : ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ এবং বিএসএফের হাতে আটকের ঘটনায় কুড়িগ্রামের নাগেশ্বরী থানার ওসিসহ ৭ পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে কুড়িগ্রাম পুলিশ সুপার।

বুধবার সকাল ১০টার দিকে তাদের প্রত্যাহার করে কুড়িগ্রাম পুলিশ লাইনসে নেয়া হয়েছে। বিভাগীয় ব্যবস্থা নিতে ৩ সদ্যস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।

প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন, নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহেল আবু সাইদ, এসআই শামসুল হকসহ ৭জন।

কুড়িগ্রাম পুলিশ সুপার ডা. তবারক উল্ল্যাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শৃঙ্খলাভঙ্গসহ প্রশাসনিক কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিনকে প্রধান করে ৩ সদস্যর কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার এসআই শামছুল হক ৬ সদস্যের সঙ্গীয় ফোর্স নিয়ে চোরাকারবারীদের ধরতে ত্রিমোহিনী হাট এলাকায় শিংঝার সীমান্তের নোম্যান্স ল্যান্ডে যায়। এসময় ভারতের আটিয়ালডাঙ্গা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা ধাওয়া করে এসআই শামছুল হককে ধরে নিয়ে যায়।

সঙ্গীয় ফোর্সরা বিএসএফের তাড়া খেয়ে ফিরে আসতে সক্ষম হয়।

পরে দেড়ঘণ্টা পর নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্ত দিয়ে বিজিবির নিকট শামছুল হককে ফেরত দেয় বিএসএফ।
(ওএস/পিবি/মার্চ ১৮,২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test